DSSSB Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর নিয়ে এসেছে দিল্লি সাব-অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড( DSSSB )। বিভিন্ন বিষয়ের ওপর মোট ২১১৯ টি শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন শুরু হবে ৮ জুলাই ২০২৫ থেকে এবং আবেদন করা যাবে ৭ আগস্ট ২০২৫ পর্যন্ত।এই চাকরির নিয়োগ প্রক্রিয়াসহ যাবতীয় খুঁটিনাটি জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
মোট শূন্যপদ: ২১১৯টি
আবেদন শুরু : ৮ জুলাই ২০২৫
আবেদন শেষ : ৭ আগস্ট ২০২৫
কি কি পদে নিয়োগ নিচ্ছে DSSSB বোর্ড:
ওয়ার্ডার (পুরুষ) পদে ,পিজিটি শিক্ষক পদে, অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট পদে, ওটি(OT) টেকনিশিয়ান পদে ম্যালেরিয়া ইনস্পেক্টর পদে, ডমেস্টিক সায়েন্স টিচার পদে, ল্যাব টেকনিশিয়ান পদে, আয়ুর্বেদিক ফার্মাসিস্ট পদে, ফার্মাসিস্ট (আয়ুর্বেদা) পদে এবং সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (কেমিস্ট্রি ও মাইক্রোবায়োলজি) পদে।
দিল্লি সাব-অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড (DSSSB) ২০২৫ সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যেখানে একাধিক দফতরে বিভিন্ন ধরনের পদে লোক নেওয়া হবে। প্রতিটি পদের জন্য আলাদা বয়সসীমা ও বেতনক্রম দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যেমন, ওয়ার্ডার (পুরুষ) পদের জন্য বয়স চাওয়া হয়েছে ১৮ থেকে ২৭ বছর এবং এই পদের মাসিক বেতন শুরু হচ্ছে ২১ হাজার ৭০০ টাকা থেকে, যা ৬৯ হাজার ১০০ টাকা পর্যন্ত। আবার, পিজিটি শিক্ষক পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩০ বছর, তবে যাঁরা আগে থেকেই সরকারি চাকরিতে যুক্ত আছেন, তাঁদের জন্য বয়সে ৫ বছরের ছাড় আছে। এই পদের বেতন শুরুতেই ৪৭ হাজার ৬০০ টাকা, আর সর্বোচ্চ বেতন ১ লাখ ৫১ হাজার ১০০ টাকা পর্যন্ত।
এছাড়াও অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য থাকছে মাসিক ২৫ হাজার ৫০০ থেকে ৮১ হাজার ১০০ টাকা, ওটি টেকনিশিয়ান (OT) পদের জন্য থাকছে২৯ হাজার ২০০ থেকে ৯২ হাজার ৩০০ টাকা এবং ম্যালেরিয়া ইনস্পেক্টর পদের জন্য ৩৫ হাজার ৪০০ থেকে ১ লাখ ১২ হাজার ৪০০ টাকা পর্যন্ত । ডমেস্টিক সায়েন্স টিচার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, আয়ুর্বেদিক ফার্মাসিস্ট ও অন্যান্য কারিগরি পদের ক্ষেত্রেও রয়েছে ভালো বেতনের সুযোগ, প্রতিটি পদের জন্য বয়সসীমা সাধারণত সর্বোচ্চ ৩০ বছর, তবে বিজ্ঞপ্তি অনুযায়ী অনুযায়ী সংরক্ষিত শ্রেণি যেমন SC, ST, OBC, PwBD এবং প্রাক্তন সেনাদের জন্য বয়সে অতিরিক্ত ছাড় দেওয়া হবে বলে জানায় DSSSB বোর্ড।
শিক্ষাগত যোগ্যতা– যে সকল পদের জন্য শিক্ষক নিয়োগ করা হবে সেই সকল বিষয়ের উপর মাস্টার্স ডিগ্রী থাকতে হবে এবং একই সাথে বি এড ডিগ্রি থাকতে হবে। এবং ওয়ার্ডার পদের জন্য শুধু মাধ্যমিক পাশ হলেই চলবে। অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট, ওটি টেকনিশিয়ান ও ল্যাব টেকনিশিয়ান পদের জন্য প্রয়োজন উচ্চ মাধ্যমিক পাশ ও সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা। ম্যালেরিয়া ইনস্পেক্টর পদের জন্য সায়েন্সে উচ্চ মাধ্যমিক ও প্রশিক্ষণ। ফার্মাসিস্ট ও আয়ুর্বেদিক ফার্মাসিস্ট পদের জন্য থাকতে হবে ডিপ্লোমা ইন ফার্মেসি। আর সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে প্রয়োজন সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি ও ল্যাব অভিজ্ঞতা।
আবেদন পদ্ধতি– আবেদন করতে হবে সরাসরি অনলাইনে। ডিএসএসএসবি -এর অফিশিয়াল ওয়েবসাইট (dsssbonline.nic.in) -এ গিয়ে অনলাইনে আবেদন করা যাবে। নিয়োগ প্রক্রিয়ার আবেদন শুরু হবে ৮ জুলাই থেকে ৭ পর্যন্ত চলবে। এই পদের জন্য আবেদন ফি ১০০ টাকা। তবে PwBD, SC, ST, Ex সার্ভিসম্যান ও মেয়েদের কোন আবেদন ফি দিতে হবে না।
নিয়োগ প্রক্রিয়া – প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা (CBT) হবে। পরীক্ষায় থাকবে ২০০টি এমসিকিউ প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর এবং সময় থাকবে ২ ঘণ্টা। প্রশ্ন আসবে সাধারণ জ্ঞান, যুক্তি, অঙ্ক, ইংরেজি ও হিন্দি ভাষা এবং সংশ্লিষ্ট বিষয়ের উপর। কিছু পদের জন্য থাকবে বিষয়ভিত্তিক ১০০ নম্বরের প্রশ্ন। ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে (যা নেগেটিভ মার্কিং)।
DSSSB Recruitment 2025 Notification Download Link: Download Now