প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের ২০তম কিস্তির টাকা আজ থেকেই জমা হওয়া শুরু হলো। আজ থেকে দেশের কোটি কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়তে শুরু করল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (PM-KISAN) প্রকল্পের ২০তম কিস্তির টাকা। সারা ভারতের মতো পশ্চিমবঙ্গেরও নথিভুক্ত কৃষকেরা এই সুবিধা পাচ্ছেন।
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে ৩ টি কিস্তিতে মোট ৬,০০০ টাকা দেওয়া হয়। প্রতিটি কিস্তিতে ২,০০০ টাকা করে সরাসরি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়।
আজ উত্তর প্রদেশের বারাণসী থেকে বোতাম টিপে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের ২০তম কিস্তুির টাকা পাঠানো শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন এই কিস্তির টাকা ইতিমধ্যেই অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে। এখনো যাঁদের অ্যাকাউন্টে টাকা আসেনি, তাঁরা আগামী কয়েক দিনের মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন।
আজ ৯ কোটি ৭ লক্ষেরও বেশি সুবিধাভোগীর কাছে পিএম-কিষাণ প্রকল্পের ২০তম কিস্তির টাকা বোতাম টিপে ডিজিটাল হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী। কিভাবে PM-Kisan প্রকল্পের টাকা চেক করবেন, দেখে নিন বিস্তারিত –
PM-Kisan প্রকল্পের টাকা কিভাবে চেক করবেনঃ-
১) প্রথমে আপনাকে PM-Kisan প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।
২) এরপর Know Your Status এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করুন ও ক্যাপচার কোড উল্লেখ করে Get OTP তে ক্লিক করুন।
৪) রেজিস্ট্রার মোবাইল নাম্বারে OTP আসবে তা বসিয়ে Get Data তে ক্লিক করলেই সমস্ত তথ্য চলে আসবে।
৫) এরপর দেখে নিন টাকা জমা হয়েছে কিনা।
৬) রেজিস্ট্রেশন নং জানা না থাকলে, কিভাবে বের করবেন দেখুন –
ক) Know Your Status এ ক্লিক করুন।
খ) এরপর Know Your Registration No এ ক্লিক করুন।
গ) পরবর্তী পেজে কৃষকের আধার কার্ড বা রেজিস্ট্রার মোবাইল নাম্বার বসিয়ে দিন ও ক্যাপচার কোড উল্লেখ করে Get OTP তে ক্লিক করুন।
ঘ) পরবর্তী পেজে OTP উল্লেখ করে Get Details এ ক্লিক করলেই রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবে।
PM Kisan Status Check Website Link:- ক্লিক
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা কারা পাবেনঃ–
১) যে সমস্ত কৃষকদের eKyc Status – Yes রয়েছে।
২) যে সমস্ত কৃষকদের Land Seeding Status – Yes রয়েছে।
৩) যে সমস্ত কৃষকদের Aadhaar Bank Account Seeding – Yes রয়েছে।