রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে ফের ভারতের ওপর চড়াও হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ভারত শুধু তেল কিনেই থেমে নেই, বরং সেই তেল খোলা বাজারে বিক্রি করে মোটা অঙ্কের মুনাফা করছে।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোস্যাল একাউন্টে ট্রাম্প লেখেন
“ভারত রাশিয়ার কাছ থেকে বিপুল তেল কিনছে। আর সেই তেল খোলা বাজারে বিক্রি করে দিচ্ছে। রাশিয়ার যুদ্ধ মেশিন ইউক্রেনকে ধ্বংস করছে ওরা সেটা মোটেও গুরুত্ব দিচ্ছে না। তাই আমরা ভারতের পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ করতে যাচ্ছি।”
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কিছুদিন ধরে ভারতের ওপর চাপ বৃদ্ধি করছেন, যাতে তারা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে।
