পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন ‘শ্রমশ্রী’ প্রকল্প ঘোষণা মমতার, প্রতি মাসে ৫ হাজার টাকা পাবেন, দেখুন বিস্তারিত!

Ealiash Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ভিনরাজ্যে বাংলাভাষী শ্রমিকদের উপর হেনস্থার অভিযোগের মধ্যেই নতুন প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, ‘শ্রমশ্রী’ প্রকল্পে বাংলার পরিযায়ী শ্রমিকরা বাংলায় ফিরে এলে, সঙ্গে সঙ্গে তাঁদের হাতে ৫ হাজার টাকা দেওয়া হবে। তারপর স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী কার্ড তুলে দেওয়া হবে। বাড়ি থাকলে, ভাল। না থাকলে কমিউনিটি কিচেনে খাবারের ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে তাঁদের বাচ্চাদের জন্য সরকারি স্কুলে ভর্তির ব্যবস্থা করে দেওয়া হবে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

শ্রমশ্রী প্রকল্পের উদ্দেশ্য:

এই প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরানো। এছাড়াও যাঁরা ফিরবেন, তাঁদের এককালীন ভাতা হিসেবে ৫ হাজার টাকা করে রাজ্য সরকারের তরফে দেওয়া হবে। নতুন কাজের ব্যবস্থা না হওয়া পর্যন্ত, ওই শ্রমিকদের প্রত্যেক মাসে ৫ হাজার টাকা করে দেওয়া হবে। ফিরে আসা শ্রমিকদের কার কোথায় দক্ষতা রয়েছে, তা দেখে বিভিন্ন কাজে নিয়োগ করা হবে।

এছাড়াও এই প্রকল্পের আওতায় পরিযায়ী শ্রমিকেরা যেসব সুবিধা পাবে-

১. যেসব শ্রমিক বাংলায় ফিরে আসবেন, তাঁদেরকে সঙ্গে সঙ্গেই এককালীন ৫ হাজার টাকা দেওয়া হবে।

২. নতুন কাজ না পাওয়া পর্যন্ত এক বছর ধরে প্রতি মাসে আরও ৫ হাজার টাকা ভাতা পাবেন তাঁরা।

৩. তাঁদের সন্তানদের জন্য সরকারি স্কুলে পড়াশোনার ব্যবস্থা করবে সরকার।

৪. এছাড়াও স্বাস্থ্যসাথী ও খাদ্যসাথীসহ অন্যান্য সরকারি সুবিধাও দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে।

৫. সেইসব শ্রমিকদের কর্মশ্রী প্রকল্পের আওতায় জব কার্ড প্রদান করা হবে বলে জানান মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শ্রমশ্রী প্রকল্পের সুযোগ কারা পাবেন

রাজ্যের পরিযায়ী শ্রমিকেরা, যে পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্য থেকে কাজ হারিয়ে ফিরে আসছেন, শুধুমাত্র তাঁদের জন্য এই প্রকল্প বলে জানান মুখ্যমন্ত্রী।

শ্রমশ্রী প্রকল্পে কিভাবে করতে হবে আবেদন

মুখ্যমন্ত্রী জানান এজন্য একটি নতুন ‘শ্রমশ্রী পোর্টাল’ তৈরি করা হবে, সঙ্গে দেওয়া হবে বিশেষ আই-কার্ড। আবেদন করা যাবে পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ড বা ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের মাধ্যমেও।

মুখ্যমন্ত্রী আরও জানান, ইতিমধ্যে ১০ হাজারের বেশি শ্রমিককে বাংলায় ফিরিয়ে আনা হয়েছে। যারা আগে থেকেই ‘পরিযায়ী পোর্টাল’-এ নাম নথিভুক্ত করেছেন, তাঁরা সরাসরি শ্রমশ্রী প্রকল্পের সুবিধা পাবেন। আর যারা এখনো নাম নথিভুক্ত করেনি, তারাও নথিভুক্ত করতে পারবেন।