পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গের জেলা ম্যাজিস্ট্রেট অফিস থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে যোগ্য প্রার্থীদের Data Manager পদে নিয়োগ করা হচ্ছে। নিয়োগ করা হচ্ছে কন্যাশ্রী প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর কাজের জন্য।
আজকের প্রতিবেদনে দেখে নিন, কিভাবে ডাটা ম্যানেজার পদে আবেদন করবেন? কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা করে মাসিক বেতন রয়েছে, আবেদন কতদিন পর্যন্ত চলবে, বিস্তারিত থাকলো আজকের প্রতিবেদনে।
পদের নামঃ– Data Manager।
বয়সঃ– ডাটা ম্যানেজার পদে আবেদন করার জন্য, আবেদনকারীর বয়স থাকতে হবে কমপক্ষে ১৮ বছর ও সর্বোচ্চ ৩৭ বছর বয়সের মধ্যে। বয়স হিসেব করা হবে ০১/০১/২০২৫ তারিখের নিরিখে।
বেতনঃ– এই পদে কর্মরত চাকরি প্রার্থীর মাসিক বেতন থাকবে, প্রতি মাসে ১৬ হাজার টাকা করে। এই পদে নিয়োগ করা হচ্ছে, চুক্তিভিত্তিক ভাবে।
শিক্ষাগত যোগ্যতাঃ– Data Manager পদে আবেদন করার জন্য আবেদনকারীর যোগ্যতা থাকতে হবে, যেকোনো স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ। এছাড়াও কম্পিউটার অ্যাপলিকেশন সার্টিফিকেট থাকতে হবে ও কম্পিউটার টাইপিং স্পিড এর পাশাপাশি উক্ত জেলা স্থানীয় বাসিন্দা ও এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে উক্ত কাজের।
নিয়োগ প্রক্রিয়াঃ– এই পদে প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা (৪০), কম্পিউটার টেস্ট (৫০) ও ইন্টারভিউ (১০) এর মাধ্যমে।
আবেদন পদ্ধতিঃ– ডাটা ম্যানেজার পদে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনে। এরজন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্র প্রিন্ট করে সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর উপযুক্ত নথি সহকারে উল্লেখিত ঠিকানায় রেজিস্ট্রার পোস্ট বা সরাসরি ড্রপ বক্সে জমা করতে হবে।
ডকুমেন্টসঃ– Data Manager পদে আবেদন করার জন্য যে সমস্ত নথি লাগবে, তা হলো –
১) পাসপোর্ট সাইজের কালার ফটো,
২) SDO এর কাছ থেকে নেওয়া বসবাসের প্রমাণপত্র ( Domicile Certificate),
৩) ভোটার কার্ড / আধার কার্ড,
৪) জন্মের প্রমাণ পত্র,
৫) শিক্ষাগত যোগ্যতার প্রমান,
৬) কম্পিউটার সার্টিফিকেট,
৭) অভিজ্ঞতা সার্টিফিকেট,
৮) জাতিগত শংসাপত্র।
আবেদনের শেষ তারিখঃ- ডাটা ম্যানেজার পদে আবেদনের শেষ তারিখ ২৭/০৮/২০২৫ তারিখের মধ্যে।
West Bengal Data Manager Recruitment Notification 2025:- Download