Yuvashree Prakalpa 2025: বেকার ছেলে মেয়েদের প্রতি মাসে ১৫০০ টাকা দিচ্ছে, যুবশ্রী প্রকল্পে! আবেদন পদ্ধতি দেখুন

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পশ্চিমবঙ্গ সরকারের নানান জনমুখী প্রকল্পের মধ্যে একটি হলো যুবশ্রী প্রকল্প। এই প্রকল্প বেকার ছেলে-মেয়েদের জন্য চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পান। ইতিমধ্যেই প্রচুর বেকার ছেলে-মেয়ে এই প্রকল্পের সুবিধা ভোগ করছেন। এই প্রকল্পকে অনেকে বেকার ভাতা প্রকল্প নামেও চেনেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

যুবশ্রী প্রকল্পে কারা আবেদন করতে পারবেন?

আপনি যদি পড়াশোনা শেষ করার পর কোনো সরকারি চাকরি না পেয়ে থাকেন বা বর্তমানে কোনো চাকরিতে নিযুক্ত না থাকেন – তাহলে এই প্রকল্পটি আপনার জন্য। এছাড়াও, যেসব ছেলে-মেয়ে পড়াশোনার পাশাপাশি বেকার অবস্থায় রয়েছেন, তারাও যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। আর অবশ্যই আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

যুবশ্রী প্রকল্প কিংবা বেকার ভাতা প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবেঃ-

১) পাসপোর্ট সাইজের কালার ফটো,
২) জন্মের প্রমাণ পত্র,
৩) বাসস্থানের প্রমাণ পত্র,
৪) জাতিগত শংসাপত্র (যদি থাকে),
৫) শিক্ষাগত যোগ্যতার প্রমাণ।

যুবশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবেন?

১) প্রথমে আপনাকে Employment Bank এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে।

২) এরপর New Enrollment Job Seeker এ ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে T&C এর বক্সে ক্লিক করে Accept & Continue এ ক্লিক করুন।

৪) এরপর আবেদন ফর্মটি সঠিক ভাবে ফিলাপ করুন ও ডকুমেন্টস আপলোড করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে।

৫) এরপর Application Copy প্রিন্ট করুন ও যখন আবেদন এপ্রুভ হয়ে রেজিস্ট্রার মোবাইল নাম্বারে Id & Password চলে আসবে। এছাড়াও Temporary EB নাম্বার দিয়ে Status চেক করে দেখে নিতে পারবেন।

৬) এরপর লিস্টে নাম চলে আসলে, টাকা পাওয়া শুরু করবেন। তখন আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে ব্যাঙ্কের তথ্য আপডেট করতে হবে। আরও বিশদে জানতে Employment Bank এর অফিসিয়াল পোর্টাল দেখুন।

Yuvashree Prakalpa Online Apply Link:- Click

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।