কয়েক দফা তারিখ পরিবর্তনের পর অবশেষে আজ শুক্রবার দুপুর ২টায় (২২ আগস্ট ২০২৫) প্রকাশিত হচ্ছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (WBJEE-২০২৫) এর ফলাফল।
ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স (wbjee 2025) বোর্ডের অধীনে ইঞ্জিনিয়ারিং ও ফার্মাসি ও আর্কিটেকচারের ভর্তি পরীক্ষা
গত ২৭ এপ্রিল রবিবার রাজ্য জুড়ে অনুষ্ঠিত হয়। এর ফলাফল ৭ আগস্ট প্রকাশ হবে বলে জানানো হয়েছিল। তবে ওবিসি মামলার জটের জন্য ফলাফল প্রকাশ করতে পারেনি জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত ২২ আগস্ট (আজ) ফল প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে বোর্ড।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জয়েন্ট পড়ুয়ারা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in ও www.wbjeeb.in থেকে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন।
