WBCAP Merit List 2025,Check: আজ কলেজের মেধাতালিকা প্রকাশ হলো, দেখুন লিস্টে নাম ও ভর্তি প্রক্রিয়া!

Ealiash Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

কলেজে ভর্তি প্রক্রিয়া ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য কলেজভিত্তিক ও কোর্সভিত্তিক মেরিট লিস্ট ও সিট অ্যালটমেন্ট প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে প্রকাশিত হয়েছে। এই নিবন্ধে আমরা প্রথম মেরিট লিস্ট সহ সমস্ত প্রক্রিয়া ধাপে ধাপে আলোচনা করব। এই তথ্যগুলো শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে তারা সঠিক সময়ে কলেজে ভর্তি নিশ্চিত করতে পারেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আজ ২২ আগস্ট বিকেল ৫টার পর প্রকাশিত হল কলেজে ভর্তির কেন্দ্রীয় পোর্টালের মেধাতালিকা ।এই মেধাতালিকায় যাদের নাম রয়েছে তাঁরাই বর্তমানে কলেজে ভর্তির সুযোগ।

শিক্ষার্থীরা অনলাইনে কেন্দ্রীয় ভর্তি পোর্টালে (WBCAP) নিজেদের নাম ও সিট অ্যালটমেন্ট দেখতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মেধাতালিকায় নাম থাকা শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে ২২ থেকে ২৫ অগাস্ট পর্যন্ত। এই সময়ের মধ্যে অনলাইনে সিট কনফার্ম বা বরাদ্দ করতে হবে। এরপর ভর্তি হ‌ওয়া শিক্ষার্থীদের সশরীরে ডকুমেন্ট ভেরিফিকেশন এরজন্য উক্ত প্রতিষ্ঠানে ২৩, ২৫ ও ২৭ অগাস্ট তারিখে যেতে হবে। এরপর ২৯ অগাস্ট থেকে সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমেস্টারের ক্লাস শুরু হবে।

প্রথম ধাপ শেষে ৩১ অগাস্ট বিকেল ৫টার পর প্রকাশিত হবে আপগ্রেড রাউন্ডের সিট অ্যালটমেন্ট। এই প্রক্রিয়ায় ভর্তি চলবে ৩১ অগাস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তি হ‌ওয়া শিক্ষার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ৪, ৬, ৮ ও ৯ সেপ্টেম্বর।

তারপর ফের ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় দফার (মপ-আপ) ভর্তি প্রক্রিয়া।
এই ধাপে আবেদন করা যাবে ১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। আবেদন শেষে ১৬ সেপ্টেম্বর বিকেল ৪টার পর প্রকাশ করা হবে মপ-আপ ফেজের মেধাতালিকা ও সিট অ্যালটমেন্ট। ভর্তি সম্পন্ন করতে হবে ১৬ ও ১৭ সেপ্টেম্বরের মধ্যে।

সবশেষে, ২১ সেপ্টেম্বর প্রকাশিত হবে আপগ্রেড রাউন্ডের তালিকা। ভর্তি প্রক্রিয়া চলবে ২১ থেকে ২৩ সেপ্টেম্বর, আর ফাইনাল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর তারিখে।

কিভাবে কলেজের মেধা তালিকা (West Bengal College Marti List 2025) চেক করবেন, দেখুনঃ-

১) প্রথমে আপনাকে WBCAP এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে।

২) এরপর Log In এ ক্লিক করে, User Id (Gmail Id) ও পাসওয়ার্ড উল্লেখ করে লগইন করুন।

৩) এরপর Dashboard এ দেখতে পারবেন, আপনার নাম কোন কলেজের মেধাতালিকায় স্থান পেলো।

৪) এরপর আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইন কলেজের ভর্তির পেমেন্ট করতে হবে।

৫) পেমেন্ট সম্পন্ন হয়ে গেলে, সেই কলেজে গিয়ে, ডকুমেন্টস ভেরিফিকেশন করে আসতে হবে।

West Bengal College Merit List Check:Click