Anti Ragging Form For College & University: কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং সার্টিফিকেট অনলাইন আবেদন ও ডাউনলোড পদ্ধতি দেখুন!

Khalek Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

কলেজে ভর্তির সময় অ্যান্টি র‍্যাগিং সার্টিফিকেট কেন প্রয়োজন?

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কলেজে কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় বিভিন্ন নথির মধ্যে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হলো অ্যান্টি র‍্যাগিং সার্টিফিকেট। এটি আসলে একটি লিখিত ঘোষণা, যেখানে ছাত্রছাত্রীরা এবং তাদের অভিভাবকেটা প্রতিশ্রুতি দেন যে তারা কোনো অবস্থাতেই র‍্যাগিং-এ যুক্ত হবেন না।

কেন লাগে অ্যান্টি র‍্যাগিং সার্টিফিকেট?

ভারতের Supreme Court জানিয়েছেন, র‍্যাগিং পুরোপুরি ভাবে বেআইনি। UGC এবং AICTE নির্দেশ দিয়েছে যে প্রতিটি কলেজে/বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় শিক্ষার্থীদের অ্যান্টি র‍্যাগিং সার্টিফিকেট জমা দিতে হবে। এই সার্টিফিকেটের মাধ্যমে ছাত্রছাত্রীর জানায় যে, তারা কখনো র‍্যাগিং করবে না। যদি কেউ যুক্ত হয়, তাহলে তাদের কঠোর শাস্তি হবে।

Anti Ragging Form Fill Up West Bengal / Anti Ragging Form Fill Up In Bengali

১) প্রথমে আপনাকে www.antiragging.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

২) এরপর Fill Undertaking লেখার উপরে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে আপনাকে College নাকি University এর Anti Ragging Certificate দরকার, তার উপরে ক্লিক করুন।

৪) এরপর পরবর্তী পেজে Student’s Details

এ- শিক্ষার্থীর নাম, মোবাইল নাম্বার, জিমেইল আইডি, রাজ্যে ও শহরের নাম উল্লেখ করুন।

৫) এরপর নিচে Parent / Guardian Details এ – অভিভাবকের নাম, মোবাইল নাম্বার, জিমেইল আইডি, ঠিকানা উল্লেখ করুন।

৬) এরপর College and Course Details এ – কলেজ/বিশ্ববিদ্যালয়ের নাম, ফোন নাম্বার, কোন কোর্স, প্রিন্সিপাল নাম, নিকটতম থানার নাম ইত্যাদি উল্লেখ করুন।

৭) এরপর UGC Regulations ভালো ভাবে পড়ে বক্সে টিক মার্ক করুন ও Anti-Ragging Helpline 1800 180 5522 নাম্বার উল্লেখ করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে।

৮) আবেদন হয়ে গেলে রেফারেন্স নাম্বার, রেজিস্ট্রার মোবাইল নাম্বার ও জিমেইল আইডি দেখতে পারবেন। এখন অ্যান্টি র‍্যাগিং সার্টিফিকেট ডাউনলোড করুন।

Anti Ragging Form Download / Anti-Ragging Certificate Download 

১) প্রথমে আপনাকে Anti-Ragging এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি আসতে পারবেন।

২) এরপর নিচে থাকা Download Undertaking এ ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে রেফারেন্স নাম্বার, রেজিস্ট্রার মোবাইল নাম্বার ও জিমেইল আইডি উল্লেখ করে সাবমিটে ক্লিক করুন।

৪) আপনার সামনে anti ragging form download হয়ে যাবে, এখন তা প্রিন্ট করে সিগনেচার করে জমা করুন।

Anti Ragging Form Fill Up In Bengali College Apply Link:- Click

Anti Ragging Form Fill Up West Bengal University Apply Link:- Click

Anti Ragging Form Download Link:- Download

Anti Ragging Website Link:- Click