পশ্চিমবঙ্গে SIR কবে থেকে শুরু হবে? বিহারের পর পশ্চিমবঙ্গ সহ দেশের সকল রাজ্যে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের পুরনো ২০০২ সালের ভোটার লিস্ট (West Bengal 2002 Voter List) প্রকাশ করেছেন নির্বাচন কমিশন। ২০০২ সালের ভোটার তালিকার পাশাপাশি পশ্চিমবঙ্গের বেশ কিছু ভোট গ্রহণ কেন্দ্রের ২০০৩ সালের ভোটার লিস্টও (West Bengal 2003 Voter List) প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে।
পশ্চিমবঙ্গ সহ বাকি সকল রাজ্যে অর্থাৎ দেশ জুড়ে ভোটার তালিকা বিশেষ সংশোধন কর্মসূচি (SIR West Bengal 2025 Date) শুরু হচ্ছে পুজো-পর্বের পরেই অর্থাৎ অক্টোবরের দিকে, জানিয়ে দিলো কমিশন। ভোটাররা অনলাইন থেকে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (Chief Electoral Officer, West Bengal) এর অফিসিয়াল পোর্টাল থেকে ২০০২ সালের ও ২০০৩ সালের ভোটার লিস্ট অনলাইন ডাউনলোড করতে পারবেন।
SIR – Special Intensive Revision (SIR Full Form In Election) এর মাধ্যমে একজন ব্যক্তির একাধিক ভোটার কার্ড ও ভুয়ো কিন্তু অবৈধ ভোটার থেকে শুরু করে মৃত ভোটারদের নাম বাদ দিয়ে স্বচ্ছ একটি ভোটার লিস্ট প্রকাশ করাই মূল উদ্দেশ্য নির্বাচন কমিশনের। আর এই (SIR) কর্মসূচি সর্বপ্রথম চলতি বছর বিহারে শুরু হয়, ভোটারদের কাছ থেকে অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতে Voter SIR ফর্ম জমা নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের তরফ থেকে ১১ টি নথির কথা বলা হলেও, পরবর্তীতে বিহারে এসআইআর(SIR) সংক্রান্ত মামলায় নির্বাচন কমিশনকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর ক্ষেত্রে ১১ টি নথির পাশাপাশি আরও একটি নথি আধার কার্ড নিতে হবে বলে জানিয়েছেন, সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি সূর্য কান্তর ডিভিশন বেঞ্চ। এরফলে মোট ১২ টি নথির মধ্যে একটি নথি দেখাতে হবে ভোটারদের।
পশ্চিমবঙ্গে সর্বশেষ SIR হয়েছে ২০০২ সালে। কমিশনের তরফ থেকে ২০০২ সালের ভোটার লিস্ট পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসিয়াল পোর্টালে আপলোড করাও সম্পন্ন হয়েছে। যেসকল বুথের ২০০২ সালের ভোটার লিস্ট পাওয়া যায়নি, সেই সকল ভোটা গ্রহন কেন্দ্রের ২০০৩ সালের ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছে Chief Electoral Officer, West Bengal – এই পোর্টালে। ২০০২ সালের ভোটার লিস্টে ভোটারদের কিংবা তাদের পিতা মাতার নাম উল্লেখ থাকলে, তাদের অতিরিক্ত কোনো নথি জমা করতে হবে না। কিন্তু যাদের নাম ২০০২ কিংবা প্রকাশিত ২০০৩ সালের ভোটার লিস্টে উল্লেখ নেই, তাদের ১২টি নথির মধ্যে একটি নথি – জন্মের প্রমাণ পত্র কিংবা বসবাসের প্রমাণপত্র স্বরূপ জমা করতে হবে।
নির্বাচন কমিশনের তরফ থেকে যে ১১ টি নথির কথা বা হয়েছিল, বর্তমানে আধার কার্ড সহ মোট ১২টি নথি – দেখুন কি কি
১) জন্ম সার্টিফিকেট,
২) পাসপোর্ট,
৩) জাতিগত শংসাপত্র (SC/ST/OBC),
৪) মাধ্যমিক কিংবা তার সমতূল্য বোর্ডের শংসাপত্র,
৫) স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট,
৬) বন অধিকার শংসাপত্র,
৭) NRC নথি,
৮) পারিবারিক রেজিস্ট্রার শংসাপত্র,
৯) সরকার কর্তৃক ইস্যু করা জমি বা বাড়ি বরাদ্দের শংসাপত্র,
১০) সরকারি চাকরির পরিচয়পত্র বা পেনশন অর্ডার,
১১) ১৯৮৭ সালের আগে জারি করা যেকোনো সরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের পরিচয়পত্র।
১২) আধার কার্ড (সুপ্রিম কোর্টের নির্দেশের পর, পরিচয় পত্রের প্রমাণ হিসেবেও স্বীকৃত হয়েছে)।
ভোটার তালিকায় নাম তোলার জন্য উপরে উল্লেখিত নথি কাদের দেখাতে হবে না, একজনের দেখে নিন – পশ্চিমবঙ্গে সর্বশেষ SIR হয়েছে ২০০২ সালের জানুয়ারি মাসে। দীর্ঘ ২৩ বছর পর শুরু হচ্ছে রাজ্যে ভোটার বিশেষ সংশোধন কর্মসূচি। যেসকল ভোটারদের নাম ২০০২ সালের ভোটার লিস্ট উল্লেখ রয়েছে, তাদের অতিরিক্ত কোনো নথি জমা করতে হবে না। এছাড়াও পিতা ও মাতার নাম উল্লেখ থাকলেও পাওয়া যাবে সেই সুবিধা।
পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে প্রকাশিত ২০০২ সালের ও ২০০৩ সালের পুরনো ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন, চলুন দেখে নেওয়া যাক –
ক্রমিক নং | জেলার নাম | ডাউনলোড লিংক |
---|---|---|
১ | বাঁকুড়া | Download |
২ | বীরভূম | Download |
৩ | কোচবিহার | Download |
৪ | দক্ষিণ চব্বিশ পরগনা | Download |
৫ | দার্জিলিং | Download |
৬ | হুগলি | Download |
৭ | হাওড়া | Download |
৮ | জলপাইগুড়ি | Download |
৯ | ঝাড়গ্রাম | Download |
১০ | কলকাতা উত্তর | Download |
১১ | মালদা | Download |
১২ | মুর্শিদাবাদ | Download |
১৩ | নদীয়া | Download |
১৪ | উত্তর চব্বিশ পরগনা | Download |
১৫ | পূর্ব বর্ধমান | Download |
১৬ | পূর্ব মেদিনীপুর | Download |
১৭ | পশ্চিম মেদিনীপুর | Download |
১৮ | পুরুলিয়া | Download |
১৯ | উত্তর দিনাজপুর | Download |
২০ | দক্ষিণ দিনাজপুর | Download |
২১ | কলকাতা দক্ষিণ | Download |
২০০২ ও ২০০৩ সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন –
১) সর্বপ্রথম উপরে দেওয়া জেলার নামের পাশে থাকা ডাউনলোড (Download) লেখার উপর ক্লিক করুন।
২) এরপর আপনি আপনার জেলার বিধানসভা বেঁছে নিন।
৩) পরবর্তী পেজে ভোট গ্রহণ কেন্দ্র খুঁজুন ও পাশে থাকা Final Roll এ চাপ দিন।
৪) এরপর একটি ক্যাপচার কোড দেখা যাবে, যেখানে নাম্বার ও লেটার থাকবে – দেখে দেখে নিচের Enter Text বক্সে উল্লেখ করুন ও Verify এ ক্লিক করুন।
৫) এরপর আপনার সামনে পশ্চিমবঙ্গের পুরনো ভোটার লিস্ট চলে আসবে, সেখান থেকে খুঁজে নিন আপনার নাম।
৬) এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি CEO West Bengal এর অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন। এরপর সেখান থেকেও একই পদ্ধতি ফলো করে পুরনো ভোটার লিস্ট ডাউনলোড (Old Voter List West Bengal) করে নিতে পারবেন।
CEO West Bengal – পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসিয়াল পোর্টাল লিংকঃ- Click Now