প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রার্থীদের জন্য সুখবর আসছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ অর্থাৎ WB TET এর ফলাফল প্রকাশ হচ্ছে আজ বিকেলে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে প্রাথমিক শিক্ষা পর্ষদের এক এ তথ্য জানানো হয়েছে।বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার পর প্রকাশিত হবে ২০২৩ সালের প্রাথমিক টিচার এলিজিবিলিটি টেস্ট (TET) পরীক্ষার ফলাফল।
এছাড়াও বলা হয়েছে, বিকাল চারটার মধ্যে বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হবে ফলপ্রকাশের সময়।
প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীর মুঠোফোনেও ফল দেখতে পারবে।
বিগত দুই বছর আগে ২০২৩ সালে হয় শিক্ষক পদে লিখিত পরীক্ষা। প্রাথমিক টেটের জন্য পরীক্ষায় প্রায় ৩ লাখ পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিলেন, যার মধ্যে ২ লাখ ৭২ হাজার পরীক্ষার্থী এই পরীক্ষায় বসে।
দীর্ঘদিন ধরে ওবিসি সহ বিভিন্ন জটিলতার কারণে ফল প্রকাশ আটকে ছিল। অবশেষে দুর্গাপূজার ঠিক আগে চাকরিপ্রার্থীদের হাতে এলো আনন্দের খবর।
পর্ষদ সূত্রে জানা গেছে, ফল প্রকাশের পর প্রাথমিকে শিক্ষক নিয়োগের কার্যক্রম দ্রুত শেষ করতে হবে বলে জানায়। এছাড়াও খুব শিগগিরই জারি হতে যাচ্ছে ১৩ হাজার ৪২১টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি। প্রসঙ্গত, যাঁরা ২০২২-২৩ সালে টেট পাস করেছেন এবং টেটের নিয়মের বয়সসীমার মধ্যে আছেন, তারাও আবেদন করার সুযোগ পাবেন বলে জানান। একের পর এক উত্তেজনা বিরাজ করছে রাজ্যের পরীক্ষার্থীদের মাঝে।
West Bengal TET Result Check Link: Click