Ration Card Download West Bengal: রেশন কার্ড ডাউনলোড পদ্ধতি দেখুন, ১ মিনিটে ডাউনলোড!

Khalek Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রেশন কার্ড ডাউনলোড (Ration Card Download) করুন কয়েকটি সহজ ধাপ ফলো করে অনলাইনে। এখন সহজেই রেশন কার্ড ডাউনলোড (e Ration Card Download) করুন মোবাইল ফোনের মাধ্যম বাড়িতে বসে। আজকের প্রতিবেদনে দেখে নিন সম্পূর্ণ পদ্ধতি, কিভাবে রেশন কার্ড ডাউনলোড করবেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

নতুন রেশন কার্ড আবেদন করেছেন কিংবা রেশন কার্ড সংশোধন করেছেন? কিন্তু নতুন রেশন কার্ড কিংবা সংশোধিত রেশন কার্ড হাতে পাননি, তাহলে আর চিন্তা নেই। এখন সহজেই অনলাইনে রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন, এর পাশাপাশি ডাউনলোড করা রেশন কার্ড যেকোনো কাজে ব্যবহার করার পাশাপাশি রেশন দোকান থেকে রেশন সামগ্রীও তুলতে পারবেন।

রেশন কার্ড শুধু রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী পাওয়ার জন্য নয়! রেশন কার্ড ঠিকানা প্রমানের একটি গুরুত্বপূর্ণ নথি। বিভিন্ন সরকারি কাজে ও বিভিন্ন ডকুমেন্টসের ঠিকানা সংশোধনের ক্ষেত্রে রেশন কার্ড গুরুত্বপূর্ণ নথি হিসাবে কাজে লাগে। তাহলে কিভাবে রেশন কার্ড ডাউনলোড করবেন? রেশন কার্ড ডাউনলোড করার জন্য দরকার পরবে রেশন কার্ড নাম্বার ও রেশন কার্ডের সঙ্গে কিংবা আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নাম্বারের। এছাড়াও আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক করা না থাকলেও পরিবারের বাকি সদস্যদের রেশন কার্ড নাম্বার দিয়ে লগইন করেও রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন।

রেশন কার্ড অনলাইন ডাউনলোড / Ration Card Download Online West step By Step

১) প্রথমে আপনাকে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি রেশন কার্ডের অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর food.wb.gov.in পোর্টালের হোম পেজের নিচে থাকা e Ration Card এ ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে Click To Download e Ration Card এ ক্লিক করুন।

৪) এরপর পরবর্তী পেজে Enter Ration Card Number বক্সে যে ব্যক্তির রেশন কার্ড ডাউনলোড করবেন, তার রেশন কার্ড নাম্বার কিংবা পরিবারের যেকোনো একজন সদস্যের রেশন কার্ড নাম্বার উল্লেখ করুন ও নিচে ক্যাপচার কোড উল্লেখ করে সার্চে ক্লিক কBengal

Ration Card Download Online West Bengal

 

৫) পরবর্তী পেজে পরিবারের সকল সদস্যের রেশন কার্ড নাম্বার দেখতে পারবেন। এখন যে ব্যাক্তির রেশন কার্ড ডাউনলোড (Ration Card Download) করতে চাচ্ছেন, তার নামের পাশে থাকা Send OTP তে ক্লিক করুন। এছাড়াও নিচে দেখতে পারবেন কোন মোবাইল নাম্বার লিংক রয়েছে রেশন কার্ডে, সেই নাম্বারের পাশে থাকা Send OTP তে ক্লিক করে OTP ভেরিফাই করে নিতে হবে।

আরও পড়ুনঃ Aadhaar Card Download Step By Step: আধার কার্ড ডাউনলোড অনলাইন পদ্ধতি দেখুন!

৬) OTP ভেরিফাই করলেই, পরবর্তী পেজে পরিবারের সকল সদস্যের রেশন কার্ডের পাশে Download E-RC চলে আসবে, এখন যে ব্যক্তির রেশন কার্ড ডাউনলোড করতে চাচ্ছেন, সেই নামের পাশে Download এ ক্লিক করুন। রেশন কার্ড ডাউনলোড হয়ে যাবে।

৭) রেশন কার্ড ডাউনলোড হয়ে গেলে, এখন সেই ডাউনলোড রেশন কার্ড যেকোনো কাজে ব্যবহার করতে পারবেন। ডাউনলোড করতে কোনোরকম সমস্যা হলে যোগাযোগ করুন নিকটবর্তী খাদ্য দপ্তর অফিসে কিংবা ✆ 1800 345 5505 / 1967 (TOLL FREE) এই নাম্বারে যোগাযোগ করুন।

Ration Card Website Link:- Click 

Ration Card Download Direct Link / রেশন কার্ড ডাউনলোড ডাইরেক্ট লিংকঃ- Download Now