জনপ্রিয় WhatsApp মোবাইল অ্যাপকে টক্কর দিয়ে রাতারাতি জনপ্রিয় ভারতীয় মেসেজিং এবং কলিং অ্যাপ Arattai। চেন্নাইয়ের Zoho Corporation এর দ্বারা নির্মিত এই মোবাইল অ্যাপটি, যার নাম Arattai। যদিও অ্যাপটি ৭ই জানুয়ারি ২০২১ সালে Zoho Corporation লঞ্চ করেছে, তবে ২৮ শে সেপ্টেম্বর ২০২৫ অ্যাপটি আপডেট ভার্সন চালু করার পর থেকে রাতারাতি কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে ডাউনলোড ও ইউজার সংখ্যা। বর্তমানে প্লে স্টোর এর হিসাব অনুযায়ী ১০ লক্ষের বেশি ডাউনলোড হয়েছে Arattai মোবাইল অ্যাপটি।
WhatsApp এর বিকল্প ভারতীয় মেসেজিং এবং কলিং অ্যাপ হিসাবে অনেকেই বেঁছে নিয়েছে এই Arattai মেসেজিং অ্যাপটি। Arattai অ্যাপটি প্লে স্টোর এবং অ্যাপ স্টোর দুই জায়গায় উপলব্ধ রয়েছে। Smartphone ও IPhone ব্যবহারকারীর সহজেই Play Store ও App Store থেকে Arattai অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। অ্যাপ স্টোর কিংবা প্লে স্টোরে গিয়ে Arattai লিখে সার্চ করলেই চলে আসবে অ্যাপটি এরপর সহজেই ডাউনলোড করতে পারবেন ব্যবহারকারীরা।
জোহো কর্পোরেশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, গোপনীয়তা এবং নিরাপত্তার উপর জোর দিয়েই Arattai মোবাইল অ্যাপটি ডিজাইন করা হয়েছে। ব্যবহারকারীদের কলগুলি এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা হয় অর্থাৎ অন্য কেউ কোনো কিছু জানতে পারবেন না। তবে, চ্যাট টেক্সটের এনক্রিপশন এখনও ধীরে ধীরে চালু করা হচ্ছে। সম্পূর্ণ বিনামূল্যে Arattai মোবাইল অ্যাপটি ইউজাররা ব্যবহার করতে পারবেন, এরজন্য কোনো চার্জ বা খরচ দিতে হবে না।
WhatsApp এর মতোই Arattai App এ মেসেজ, অডিও কল, ভিডিও কল, ভয়েস মেসেজ থেকে শুরু করে ফটো, ভিডিও পাঠানোর পাশাপাশি স্টোরি লাগানো যাবো। শুধু তাই নয়, থাকছে Google Meet এর মতো মিটিং এর সুবিধা। একটি মাত্র অ্যাপে ব্যবহারকারীরা পাচ্ছেন অধিক সুবিধা। আর এই সমস্ত নানান কারনে অ্যাপটি রাতারাতি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ভারতের মধ্যে।
Arattai অ্যাপটি ব্যবহার করা খুবই সহজ, প্রথমে অ্যাপটি ডাউনলোড করুন। এরপর মোবাইল নাম্বার দিয়ে লগইন করে WhatsApp এর মতো প্রোফাইল ছবি, বায়ো ডাটা, নাম ইত্যাদি আপডেট করুন। এখন আপনার বন্ধুদের সাথে জমিয়ে গল্প, অডিও কল থেকে শুরু করে ভিডিও কল। এছাড়াও পছন্দের ভিডিও ফটো ইত্যাদি স্টোরি লাগানোর সুবিধার পাশাপাশি খুলতে পারবেন বিভিন্ন তথ্য আপডেট দেওয়ার জন্য চ্যানেলও।
Arattai App Download Link:- Click Now