Aadhaar Card Download Online: আধার কার্ড ডাউনলোড (Aadhar Card Download Online) এখন একদম সহজ। আপনার মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে বাড়িতে বসেই আধার কার্ড ডাউনলোড করা সম্ভব। আধার কার্ড শুধু পরিচয়পত্র নয়, বরং ভারতীয় নাগরিকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ নথি, যা বিভিন্ন সরকারি ও বেসরকারি কাজে প্রয়োজন হয়। এখানে আমরা ধাপে ধাপে দেখাবো কীভাবে অনলাইনে আধার কার্ড ডাউনলোড করবেন।
আধার কার্ডে নাম, ঠিকানা, বয়স বা লিঙ্গে কোনো ভুল থাকলে তা সহজেই সংশোধন করা যায়। সাধারণত পোস্ট অফিসের মাধ্যমে সংশোধিত আধার কার্ড হাতে পেতে অনেক সময় লাগে। তবে এখন আর অপেক্ষা নয়—UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট বা My Aadhaar পোর্টাল থেকে অনলাইনে সরাসরি সংশোধিত আধার কার্ড ডাউনলোড (Aadhaar Card Download) করা সম্ভব।
আপনার হাতে থাকা মোবাইল ফোন, কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে খুব সহজেই আধার কার্ড ডাউনলোড (Aadhaar Card Download) করা সম্ভব। ডাউনলোড করা আধার কার্ড যেকোনো সরকারি বা ব্যক্তিগত কাজে ব্যবহারযোগ্য। এর জন্য আপনার প্রয়োজন হবে কেবল ১২ সংখ্যার আধার কার্ড নম্বর এবং আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর (Aadhaar Card Mobile Number Link)। আর আধার কার্ড ডাউনলোড করার সময় সেই মোবাইল নম্বরে একটি OTP (One Time Password) পাঠানো হবে, যা নির্দিষ্ট বক্সে দিয়ে সাবমিট করলেই আধার কার্ড ডাউনলোড হয়ে যাবে।
আরও পড়ুনঃ Ration Card Download West Bengal: রেশন কার্ড ডাউনলোড পদ্ধতি দেখুন, ১ মিনিটে ডাউনলোড!
আধার কার্ড ডাউনলোড পদ্ধতি / আধার কার্ড কিভাবে ডাউনলোড করবেন / How To Download Aadhar Card Online
১) প্রথমে আপনাকে My Aadhaar এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি আধার কার্ডের অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।
২) My Aadhaar এর হোম পেজে থাকা Download Aadhaar এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Aadhaar Card বক্স সিলেক্ট করে, নিচে আধার কার্ড নাম্বার ও ক্যাপচার কোড উল্লেখ করে Send OTP তে ক্লিক করুন।
৪) এরপর আধার কার্ডে যুক্ত মোবাইল নাম্বারে OTP আসবে, তা নিচের বক্সে (Enter OTP) উল্লেখ করে Verify & Download এ ক্লিক করুন।
৫) আপনার আধার কার্ড ডাউনলোড হয়ে গেলে এখন PDF File টি ওপেন করুন। তবে আধার কার্ডটি Password Protected থাকবে, আর পাসওয়ার্ড হলো আপনার নামের প্রথম চারটি সংখ্যা ক্যাপিটাল (ইংরেজি বড়ো হাতের অক্ষর) ও জন্ম তারিখের সাল টি। উদাহরণ হিসাবে – আপনার নাম Ramesh Pal ও জন্ম তারিখ – 01/08/1978। তাহলে পাসওয়ার্ড হবে – RAME1978।
আধার কার্ড অফিসিয়াল ওয়েবসাইট লিংক- Click Now
আধার কার্ড ডাইরেক্ট ডাউনলোড (Aadhar Card Download Link) লিংক: Download Now
আধার কার্ড হেল্পলাইন নাম্বারঃ– ✆ 1947