চালু হয়ে গেল বাড়িতে বসে আধার কার্ডে নতুন মোবাইল নম্বর লিংক করার সুবিধা। এখন থেকে আধার কার্ডে পুরনো মোবাইল নম্বর পরিবর্তন করে নতুন নম্বর যুক্ত করাও যাবে পুরোপুরি অনলাইন পদ্ধতিতে। এর জন্য আর আধার সেন্টার বা পোস্ট অফিসে লম্বা লাইনে দাঁড়াতে হবে না। শুধু মোবাইল নম্বর লিংকই নয়— এখন বাড়িতে বসেই আধার কার্ডে থাকা নামের বানান সংশোধন, ঠিকানা পরিবর্তন, নতুন জিমেইল আইডি লিংক বা আপডেট করা যাবে খুব সহজেই।
UIDAI ইতিমধ্যেই নতুন একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে। যার মাধ্যমে এখন বাড়িতে বসেই OTP ছাড়াই আধার কার্ড ডাউনলোড করা যাবে। শুধু তাই নয়, নতুন এই আধার অ্যাপে যুক্ত হয়েছে ৪টি গুরুত্বপূর্ণ সুবিধা। এখন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই বাড়িতে বসে খুব সহজে – আধার কার্ডের ঠিকানা পরিবর্তন, মোবাইল নম্বর লিংক বা আপডেট, জিমেইল আইডি লিংক বা পরিবর্তন, আধার কার্ডে থাকা নামের বানান সংশোধন —সবই করা যাবে একেবারে অনলাইনেই।
তাহলে দেখে নিন—নতুন সেই মোবাইল অ্যাপলিকেশনের নাম কী? আধার কার্ডে মোবাইল নম্বর লিংক করার জন্য ঠিক কোন অ্যাপটি ব্যবহার করতে হবে? এই কাজটি করতে কত টাকা খরচ হবে? আর কতদিনের মধ্যে আধার কার্ডের সাথে নতুন মোবাইল নম্বর লিংক হয়ে যাবে?
আধার কার্ডে মোবাইল নম্বর লিংক করার জন্য খরচ হবে ৭৫ টাকা, যা অনলাইন পেমেন্টের মাধ্যমে দিতে হবে। মোবাইল নম্বর লিংকের পুরো প্রক্রিয়াটি হবে ফেস অথেনটিকেশন ব্যবস্থার মাধ্যমে। মোবাইল ফোনের ক্যামেরা ব্যবহার করেই এই যাচাইকরণ সম্পন্ন হবে—এর জন্য কোথাও যেতে হবে না।
মোবাইল নম্বর লিংক আপডেট হতে সর্বোচ্চ ৩০ দিন সময় লাগতে পারে। তবে অনেক ক্ষেত্রেই কাজটি খুব কম সময়ের মধ্যেই সম্পন্ন হয়ে যায়।
আধার কার্ডে মোবাইল নম্বর লিংক বা পরিবর্তন, OTP ছাড়া আধার কার্ড ডাউনলোড, নাম সংশোধন ইত্যাদি সুবিধা বাড়িতে বসেই পেতে UIDAI এর নতুন মোবাইল অ্যাপ “Aadhaar” ডাউনলোড করতে হবে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে।
ফেস অথেনটিকেশনের জন্য প্রয়োজন হবে “Aadhaar Face RD” মোবাইল অ্যাপ, যা একইভাবে প্লে স্টোর ও অ্যাপ স্টোরে পাওয়া যায়।
সরাসরি ডাউনলোডের সুবিধার জন্য দু’টি অ্যাপের লিংক নিচে দেওয়া হয়েছে, সেখান থেকেও সহজেই ডাউনলোড করে নিতে পারবেন।
আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক বা পরিবর্তন কিভাবে করবেন?
১. Aadhaar অ্যাপ ডাউনলোড করুন
সর্বপ্রথম প্লে স্টোর থেকে নতুন Aadhaar অ্যাপ ডাউনলোড করুন। নিচের লিংকে ক্লিক করে সরাসরি ডাউনলোড করতে পারবেন।
২. Aadhaar Face RD অ্যাপ ডাউনলোড করুন, ফেস অথেনটিকেশনের জন্য Aadhaar Face RD অ্যাপ ডাউনলোড করুন। এটি প্লে স্টোর ও অ্যাপ স্টোরে উপলব্ধ।
৩. অ্যাপ ওপেন করুন ও তথ্য ভেরিফাই করুন
Aadhaar অ্যাপ ওপেন করে আপনার আধার কার্ড নম্বর এবং নতুন বা পুরনো মোবাইল নম্বর ভেরিফাই করুন।
৪. My Aadhaar Update থেকে মোবাইল নম্বর আপডেট করুন, হোমপেজে নিচের দিকে থাকা “My Aadhaar Update” অপশনে ক্লিক করে আধার কার্ডে মোবাইল নম্বর লিংক বা পরিবর্তন সম্পন্ন করুন।
Aadhaar New App Download Link:– Download Now
Aadhaar Face Rd App Download Link:- Download Now















