আধার কার্ড সংশোধন – পুরনো ফটো পরিবর্তন করুন এইভাবে মোবাইলে দেখুন?
আধার কার্ড পরিবর্তন কিভাবে করবেন? যদি আধার কার্ড এর ফটো পরিবর্তন করতে চান কিংবা আধার কার্ড এর ঠিকানা পরিবর্তন অথবা আধার কার্ড এর মধ্যে থাকা ভুল জন্ম তারিখ সংশোধন? তাহলে কিভাবে তা সম্ভব! আজকের প্রতিবেদনে দেখে নিচ্ছি আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক থেকে শুরু করে নাম,ঠিকানা,ফটো,জন্ম তারিখ ইত্যাদি কিভাবে সংশোধন করবেন।
আধার কার্ড আমাদের একটি গুরুত্বপূর্ণ নথি। আর এই নথির মধ্যেই যদি কিছু ভুল থাকে তাহলে,বিভিন্ন অফিসিয়াল কাজে কিংবা নানান জায়গায় সমস্যার সম্মুখীন হতে হয়।তবে এবার ঝটপট ঠিক করে ফেলুন আধার কার্ড এর সমস্ত রকমের ভুল।
আধার কার্ড আপডেট করার জন্য নিচের কয়েকটি ধাপ ফলো করুনঃ-
১) প্রথমে আপনাকে আধার কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Book an Appointment এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Book an Appointment at UIDAI run Aadhaar Seva Kendra অপশন থেকে নিকটবর্তী আধার সেন্টার সিলেক্ট করুন।
৪) এরপর আধার কার্ড আপডেট অপশন সিলেক্ট করে,নিচে মোবাইল নাম্বার বসিয়ে লগইন করুন।
৫) পরবর্তী ধাপে আধার কার্ড নাম্বার ও আধার কার্ডে যা নামের বানান রয়েছে তা উল্লেখ করে Next এ ক্লিক করুন।
৬) এরপর আধার কার্ড এর কি ভুল রয়েছে, তা সিলেক্ট করে নিচে সঠিকটা উল্লেখ করে Next এ ক্লিক করুন।
৭) পরবর্তী পেজে কত তারিখ আধার সেন্টার যেতে চান ও কোন সময়ে তা সিলেক্ট করে পেমেন্ট করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে।
৮) এরপর একটি Application Copy চলে আসবে। তা প্রিন্ট করে সাথে করে ডকুমেন্টস সহকারে সিলেক্ট করা আধার সেভা কেন্দ্র সময়মতো ভিজিট করুন।
Aadhar Card Website Link:– Click