পুজোর বোনাস ৫৩০০ টাকা করে কারা কারা পাবেন,দেখুন!ঘোষণা মূখ্যমন্ত্রীর

Published By: MD 360 NEWS | Updated:

দূর্গা পূজার আগেই মাননীয়া মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় উপহার!পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ , সেভিক‌ ভলেন্টিয়ার এবং আশা কর্মীদের জন্য পূজা বোনাস হিসাবে 5,300 টাকা ঘোষণা করেছেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নিজস্ব এক্স হ্যান্ডেল এর মাধ্যমে ঘোষণা করেছেন যে,পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ এবং আশা কর্মী , সিভিক‌ ভলেন্টিয়ার্সদের জন্য 5,300 টাকা দুর্গা পূজা বোনাস ঘোষণা করেছেন।

মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজস্ব এক্স(X) হ্যান্ডেল এ‌ ,অভিযোগ করেছেন যে কিছু রাজনৈতিক দল এবং ব্যক্তি বোনাস ইস্যুতে রাজ্যের পুলিশ বাহিনীর বিভিন্ন ক্যাডারের মধ্যে বিভাজন এবং শত্রুতা তৈরি করার চেষ্টা করছে।

এবং মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স(X) মাধ্যমে ঘোষণা করেছেন যে‌ আমি আশ্বাস দিচ্ছি যে WBP-এর সিভিক ভলান্টিয়াররাও কলকাতা পুলিশে তাদের প্রতিপক্ষের মতো 5,300 টাকা পুজো বোনাস পাবেন।

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন লিংক