আধার কার্ড সংশোধন অনলাইনে মোবাইলে নতুন Aadhar Self Service Portal

Published By: MD 360 NEWS | Updated:

আধার কার্ড সংশোধন করার জন্য আর আপনাকে কোথাও যেতে হবে না।আধার কার্ড সংশোধন করার পদ্ধতি আরও সহজ করে দিলে UIDAI ।এবার থেকে বাড়িতে বসে খুব সহজেই আপনি আপনার আধার কার্ড সংশোধন করতে পারবেন। সেটি আপনি মোবাইল ফোন দিয়েও সংশোধন করতে পারবেন কিংবা কম্পিউটার বা লেপটপে।দেখুন কিভাবে সংশোধন করবেন অনলাইনে। UIDAI এবার Self Service Update Portal-এর মাধ্যমেই এখন থেকে আধার কার্ড সংশোধনের সুবিধা দিচ্ছে, দেখুন….

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১) এরজন্য আপনাকে প্রথমে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।ওয়েবসাইট লিংক নিচে দেওয়া রয়েছে…


২) এরপর Aadhar SS Portal এ ক্লিক করতে হবে।সেই লিংক ও নিচে দেওয়া রইলো….


৩) এরপর সেখানে Proceed To Update Aadhaar এ ক্লিক করুন।
৪) পরবর্তীতে পেজে আধার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে সাবমিট করুন।
৫) এরপর কি কি সংশোধন করতে চান তা সিলেক্ট করুন ও এগিয়ে যান।
৬) এরপর সঠিক তথ্য দিয়ে সাবমিট করুন।
৭) পরবর্তী পেজে আপনাকে ৫০ টাকা পেমেন্ট করার অপশন আসবে তা পেমেন্ট করলেই আপনার কাজ হয়ে যাবে।

আধার সংশোধন হলো কি না তা চেক করার জন্য লিংকঃ- ক্লিক করুন 

ওয়েবসাইট লিংকঃক্লিক করুন

আধার কার্ড সংশোধন লিংকঃক্লিক করুন

আধার কার্ড সংশোধন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে লিস্ট দেখুনঃক্লিক করুন 

আধার কার্ড সংশোধন করার পদ্ধতি ভিডিও এর মাধ্যমেঃ- দেখুন