হাতে সময় ১২ দিন আধার কার্ড আপডেট করুন ফ্রিতে,এরপর দিতে হবে ফাইন
হাতে আর মাত্র কয়েকদিন সময়।তারপর ফ্রিতে আধার কার্ড আপডেট সুবিধা বন্ধ করে দেবো Uidai। আপনি যদি এখনো আপনার আধার কার্ডটি আপডেট না করে থাকেন, তাহলে ঝটপট মোবাইল দিয়ে আধার কার্ড আপডেট করে নিন। নয়তো পরে আধার ডকুমেন্টস আপডেট করার জন্য গুনতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা। যেটা আমরা আধার কার্ড ও প্যান কার্ড লিংক না করার ফল ভোগ করছি।
আধার কার্ড ডকুমেন্টস আপডেট প্রত্যেক কে করতে হবে না।যদি আপনার আধার কার্ড তৈরি করার ১০ বছর হয়ে থাকে আর এখনো আপনি আধার কার্ড আপডেট না করে থাকেন তাহলে আধার কার্ড ডকুমেন্টস আপলোড করতে হবে। আধার কার্ড ডকুমেন্টস আপডেট করার ফলে আপনার আধার কার্ড আরও বেশি Strong Documents হিসাবে কাজে লাগবে।
আধার কার্ড ডকুমেন্টস আপডেট আপনি মোবাইল ফোন দিয়ে খুব সহজেই করে নিতে পারবেন। শুধু নিচের ধাপ গুলো ভালো ভাবে ফলো করুন…
১) প্রথমে আপনাকে myaadhaar.uidai.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Log in এ ক্লিক করে আধার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে লগইন করুন।
৩) এরপর আপনার সামনে আপনার প্রোফাইল চলে আসবে, এখানে Documented Update অপশনে ক্লিক করুন।
৪) পরবর্তী পেজে Next এ ক্লিক করুন। এরপর আপনার Demographic Details অর্থাৎ নাম, বয়স,ঠিকানা চলে আসবে তা ঠিক থাকলে নিচের বক্সে টিক মার্ক দিয়ে Next করুন।
৫) এরপর পরবর্তী পেজে দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে 2MB এর মধ্যে JPG/PNG/PDF ফরমাটে।
পরিচয় পত্রের প্রমাণ ও বসবাসের প্রমাণপত্র আপলোড করে সাবমিট করুন।
৬) পরবর্তী পেজে আপনার Acknowledgement Slip আসবে, তা দিয়ে স্ট্যটাস দেখতে পারবেন এপ্রুভ হয়েছে নাকি বাতিল।
Website Link:- Click