আধার কার্ড ডাউনলোড নতুন পদ্ধতি, কোনো কিছু লাগবে না দেখুন কিভাবে
আধার কার্ড ডাউনলোড কিভাবে করবেন? আপনি যদি আধার কার্ড নতুন করে আবেদন করে থাকেন কিংবা আধার কার্ড আপডেট অথবা সংশোধন করেছেন, তাহলে কিভাবে চেক করে দেখবেন যে আধার কার্ড টি তৈরি হয়েছে নাকি হয়নি।
এছাড়াও আপনার আধার কার্ড নাম্বার যদি হারিয়ে যায় অথবা আধার কার্ড আবেদন করার সময় দেওয়া Acknowledgement Slip হারিয়ে যায়, নাম্বার মনে থাকে।তাহলেও আপনি এখন অনায়াসে খুব সহজেই আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।
আধার কার্ড স্ট্যাটাস চেক / Aadhaar Card Status Check Online:-
১) প্রথমে আপনাকে myaadhaar.uidai.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Check Enrolment & Update Status এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে ২৮ সংখ্যার Enrollment Id নাম্বার বসিয়ে দিন। নাম্বারটি কিভাবে বসাতে হবে দেখুনঃ- প্রথম ১৪ সংখ্যার Acknowledgement Number বসিয়ে দিন এরপর ১৪ digit date and time (yyyy/mm/dd hh:mm:ss) মোট ২৮ ডিজিট উল্লেখ করে ক্যাপচার কোর্ড বসিয়ে দিয়ে সাবমিট করুন।
৪) এরপর রেজিস্ট্রার মোবাইল নাম্বারে OTP আসবে তা বসিয়ে দিয়ে সাবমিট করলেই দেখতে পারবেন আধার কার্ড আপডেট কিংবা নতুন তৈরি হয়েছে কিনা।
আধার কার্ড ডাউনলোড অনলাইন / Aadhaar Card Download Online:-
১) প্রথমে আপনাকে myaadhaar.uidai.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Download Aadhaar এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে আধার কার্ড নাম্বার কিংবা Enrollment Id বসিয়ে দিয়ে নিচে ক্যাপচার কোর্ড বসিয়ে দিয়ে সাবমিট করুন।
৪) এরপর রেজিস্ট্রার মোবাইল নাম্বারে OTP আসবে, তা বসিয়ে দিয়ে ডাউনলোড করে নিন আপনার আধার কার্ড।
আধার কার্ড নাম্বার হারিয়ে গেলে কিভাবে আধার কার্ড ডাউনলোড করবেন? কিংবা Enrollment Id ছাড়া আধার কার্ড ডাউনলোড পদ্ধতি / How To Download Aadhar Card Without Aadhaar Number
১) প্রথমে আপনাকে myaadhaar.uidai.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Retrieve EID / Aadhaar number এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে আপনার নাম ও রেজিস্ট্রার মোবাইল নাম্বার বসিয়ে সাবমিট এ ক্লিক করুন।
৪) এরপর রেজিস্ট্রার মোবাইল নাম্বারে OTP আসবে তা উল্লেখ করে সাবমিট করুন।
৫) এরপর আপনার রেজিস্ট্রার মোবাইল নাম্বার আপনার আধার কার্ড নাম্বার কিংবা Enrollment Id চলে আসবে তা দিয়ে উপরের ধাপ গুলো ফলো করে আধার কার্ড ডাউনলোড করে নিন।
Website Link:- ক্লিক
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক