আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক নেই? কিভাবে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক করবেন চলুন দেখে নেই। এছাড়াও আধার কার্ডে থাকা মোবাইল নাম্বারও পরিবর্তন করে নতুন নাম্বার লিংক করে নিতে পারবেন কয়েকটি ধাপ ফলো করে।
আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক করার আগে জেনে নেই, আমাদের আধার কার্ডে আগে থেকে কোনো মোবাইল নাম্বার লিংক রয়েছে কিনা। আর যদি থাকে, তাহলে কোন মোবাইল নাম্বার লিংক রয়েছে। তা এখন সহজেই আধার কার্ডের পোর্টাল থেকে চেক করতে পারবেন।
আধার কার্ডে কোন মোবাইল নাম্বার (Aadhar Card Mobile Number Link Check) লিংক রয়েছে, কিভাবে চেক করবেন?
১) প্রথমে আপনাকে My Aadhaar পোর্টালে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি আপনি My Aadhaar Portal এ আসতে পারবেন।
২) এরপর My Aadhaar পোর্টালে হোম পেজের মধ্যে থাকা Check Aadhaar Validity তে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে আধার কার্ড নাম্বার ও ক্যাপচার কোর্ড উল্লেখ করে Proceed এ ক্লিক করুন।
৪) এরপর দেখে নিন, আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক রয়েছে নাকি নেই। যদি লিংক থাকে, তাহলে কোন মোবাইল নাম্বার লিংক রয়েছে তার শেষের ৩ টি সংখ্যা দেখতে পারবেন। আর যদি লিংক না থাকে, তাহলে মোবাইলের জায়গা ফাঁকা থাকবে।

Aadhar Card Mobile Number Link Check My Aadhaar Website Link:- Click Now
আধার কার্ডে মোবাইল নাম্বার কিভাবে লিংক করবেন? How To Link Mobile Number In Aadhaar Card?
১) প্রথমে আপনাকে Uidai এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি Uidai এর অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।
২) এরপর ভাষা (বাংলা/ইংরেজি) সিলেক্ট করুন।
৩) পরবর্তী পেজে হোম পেজে মেনু বারে ক্লিক করে My Aadhaar এ ক্লিক করুন।
৪) এরপর Update Your Aadhaar এ ক্লিক করুন।
৫) পরবর্তী পেজে Update Aadhaar at Enrolment/Update Center এ ক্লিক করুন।
৬) এরপর পরবর্তী পেজে থাকা Book an Appointment at UIDAI run Aadhaar Seva Kendra থেকে নিকটবর্তী আধার সেন্টার সিলেক্ট করুন।
৭) এরপর Aadhaar Update সিলেক্ট করে, যে মোবাইল নাম্বার লিংক করতে চাচ্ছেন, তা উল্লেখ করে লগইন করুন।
৮) পরবর্তী পেজে আধার কার্ড নাম্বার, নাম ও জন্ম তারিখ উল্লেখ করে Next এ ক্লিক করুন।
৯) এরপর Mobile Number Link বক্সে ও Gmail Id লিংক করতে চাইলে সেই বক্সে টিক মার্ক করে নিচে জিমেইল আইডি ও মোবাইল নাম্বার উল্লেখ করে Next এ ক্লিক করুন।
১০) আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক ও জিমেইল আইডি লিংক করার জন্য ৭৫ টাকা খরচ পরবে, এরপর অনলাইনে ৭৫ টাকা পেমেন্ট করুন ও তার আগে আধার সেন্টারে কবে যেতে চান সেই তারিখ উল্লেখ করে সাবমিট করুন।
১১) এরপর আবেদনের কপিটি ও আধার কার্ড সহ নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক করুন, উল্লেখিত সেন্টার ও সময়ে।
Aadhaar Card Mobile Number Link Website:- Click Now