আধার কার্ড মোবাইল নাম্বার লিংক বাড়িতে বসেই নতুন পদ্ধতি চালু

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

আপনি যদি এখনো আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক না করিয়ে থাকেন? কিংবা লিংক করেছেন সেই নাম্বার পরিবর্তন করতে চান? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক নিয়ে আসলো DOORSTEP Service।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এখন আপনি বাড়িতে বসেই ৫০ টাকা খরচ করে আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক ও জিমেইল আইডি লিংক কিংবা পরিবর্তন করতে পারবেন। শুধু তাই নয় যদি আপনার পরিবারে ৫ বছরের নিচে শিশু থাকে তাদেরও নতুন আধার কার্ড তৈরি করতে পারবেন বাড়িতে বসেই।

এরজন্য অবশ্য আপনাকে অনলাইনে ফর্ম সাবমিট করতে হবে। কিভাবে অনলাইনে রেজিষ্ট্রেশন করবেন নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো…

Aadhar Card Mobile Number Link

১) প্রথমে আপনাকে India Post Payment Bank এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। লিংক নিচে দেওয়া হলো

২) এরপর Service Request From Doorstep অপশনে আসুন।
৩) এরপর এখান থেকে Aadhar Mobile Update অপশন সিলেক্ট করুন কিংবা যেটা দরকার তা সিলেক্ট করুন।
৪) নিচে সেই ব্যক্তির নাম,ঠিকানা, মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে সাবমিট করুন।
৫) এরপর আপনাকে পোস্ট অফিসের তরফ থেকে ফোন করে আপনার বাড়িতে এসে আধার কার্ড এ মোবাইল নাম্বার লিংক করিয়ে দিয়ে যাবে।

Aadhar Card Mobile Number Registration Online Link:- Apply

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক