যদি আপনি এখনো পর্যন্ত আপনার কিংবা আপনার শিশুর আধার কার্ড নতুন করে আবেদন না করে থাকেন কিংবা আধার কার্ড রয়েছে আধার কার্ড এ নাম,ঠিকানা, ফটো কিংবা জন্ম তারিখ ইত্যাদি পরিবর্তন বা সংশোধন করতে হয় তাহলে আজকের প্রতিবেদনটি আপনাদের জন্য।আধার কার্ড এর ৩ টি নতুন বড়ো আপডেট চলে আসলো ২০২৩ সালে।
আধার কার্ড নতুন করে আবেদন কিংবা সংশোধন করার জন্য Uidai আগে একটি মাত্র ফর্ম চালু করেছিলো। কিন্তু এখন বয়স অনুয়ায়ী আলাদা আলাদা ফর্ম প্রকাশিত করলো Uidai।
কোন বয়সে কি ফর্ম ফিলাপ করে নতুন করে আধার কার্ড কিংবা সংশোধন করবেন? এর পাশাপাশি কি কি ডকুমেন্টস লাগবে আধার কার্ড নতুন আবেদন করার জন্য অথবা সংশোধন করার জন্য তার ইতিমধ্যেই লিস্ট প্রকাশিত হলো।
AADHAAR ENROLMENT/ UPDATE FORM (ADULT –Residents 18 Years and above)
যদি আপনার বয়স ১৮ বছর কিংবা তার উপরে হয়ে থাকে,আর আপনার নতুন আধার কার্ড তৈরি করতে হবে কিংবা আধার কার্ড এর ভুল সংশোধন করতে হবে,তাহলে নিচের ফর্মটি আপনাকে ফিলাপ করে ডকুমেন্টস সহকারে নিকটবর্তী আধার সেন্টারে যেতে হবে।
AADHAAR ENROLMENT/ UPDATE FORM (ADULT –Residents 18 Years and above) Download
AADHAAR ENROLMENT/ UPDATE FORM (CHILD 0-5 years)
যদি আপনার শিশুর বয়স ০ থেকে ৫ বছরের মধ্যে হয়ে থাকে।আর আপনি যদি এখনো পর্যন্ত আধার কার্ড না বানিয়ে থাকেন কিংবা আধার কার্ড এর ভুল সংশোধন করতে হয়।তাহলে নিচের ফর্মটি ফিলাপ করে ডকুমেন্টস সহকারে জমা করতে হবে।
AADHAAR ENROLMENT/ UPDATE FORM (CHILD 0-5 years) Download
AADHAAR ENROLMENT/ UPDATE FORM (CHILD 5-18 years)
যদি আপনার কিংবা আপনার শিশুর বয়স ৫ বছর থেকে ১৮ বছর এর মধ্যে হয়ে থাকে। তাহলে আপনাকে নিচের ফর্মটি ফিলাপ করে ডকুমেন্টস সহকারে জমা করতে হবে,নতুন করে আধার কার্ড আবেদন করার জন্য কিংবা আধার কার্ড সংশোধন করার জন্য।
AADHAAR ENROLMENT/ UPDATE FORM (CHILD 5-18 years) Download
List of Supporting Document for Aadhaar Enrolment and Update 2023
আধার কার্ড নতুন করে আবেদন করার জন্য কিংবা আধার কার্ড সংশোধন করার জন্য নতুন লিস্ট প্রকাশিত হলো। আপনি যদি আপনার ফটো পরিবর্তন করতে চান কিংবা নাম,ঠিকানা বা বয়স পরিবর্তন করতে চান তাহলে নিচের চার্টটি ফলো করুন আধার কার্ড সংশোধন বা আবেদন করার জন্য।
List of Supporting Document for Aadhaar Enrolment and Update 2023 ডাউনলোড
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন:- লিংক