Aadhar Mobile Number Update Online: আধার কার্ডে মোবাইল নম্বর লিংক করুন ঘরে বসেই – জানুন পুরো প্রক্রিয়া

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
3 Min Read
Highlights
  • আধার কার্ডে মোবাইল নম্বর লিংক
  • বাড়িতে বসে আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করুন
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আপনার আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক নেই? আধারে মোবাইল নম্বর লিঙ্ক করতে চান কিন্তু আধার সেন্টারের দীর্ঘ লাইনে দাঁড়াতে চান না? তাহলে আপনার জন্য দারুণ খবর! UIDAI এখন অনলাইনে বাড়িতে বসেই আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করার সুবিধা চালু করেছে। এখন শুধু স্মার্টফোন থাকলেই সহজেই আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর আপডেট করতে পারবেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আধার কার্ডে মোবাইল নম্বর যুক্ত থাকলে আপনি যেকোনো সময় খুব সহজেই অনলাইনে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। আধার কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলেও My Aadhaar পোর্টাল থেকে কয়েক মিনিটে নতুন কপি ডাউনলোড করে নেওয়া যায়।

এছাড়াও, আধার ভিত্তিক পরিচয় যাচাই (Aadhaar Authentication) এখন বিভিন্ন সরকারি পরিষেবা পেতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথেনটিকেশন করার সময় আপনার আধারে লিঙ্ক থাকা মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হয়, যা ভেরিফাই করলেই সেই কাজটি সম্পন্ন হয়।

কোথায় কোথায় আধার OTP ভেরিফিকেশন লাগে?

  • বিভিন্ন সরকারী স্কিম এর সুবিধা পেতে
  • ব্যাংকের e-KYC সম্পূর্ণ করতে
  • Instant PAN Card Apply করতে
  • Voter ID আবেদন বা সংশোধনের সময়
  • Ration Card Aadhaar Link
  • অন্যান্য বিভিন্ন সরকারি-বেসরকারি পরিষেবায় পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে

তাই আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক থাকা এখন আর শুধু সুবিধা নয়, বরং অনেক ক্ষেত্রেই বাধ্যতামূলক হয়ে উঠেছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর আপডেট করবেন? আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য UIDAI এর তরফ থেকে একটি “Aadhaar” নামে নতুন অ্যাপ চালু করা হয়েছে। মোবাইল অ্যাপটি প্লে স্টোর ও অ্যাপ স্টোরে উপলব্ধ রয়েছে।

আধার কার্ডে কিভাবে মোবাইল নাম্বার লিংক বা আপডেট করবেন, দেখুন (Aadhar Card Mobile Number Update Online Bengali)

১. সর্বপ্রথম প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে Aadhaar (আধার) অ্যাপটি ডাউনলোড করুন। এছাড়াও নিচে থাকা লিংকে ক্লিক করেও সরাসরি আধার অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন।

২. এছাড়াও আপনাকে আর একটি অ্যাপ “Aadhaar Face RD” ডাউনলোড করতে হবে। এই অ্যাপও প্লে স্টোর ও অ্যাপ স্টোরে উপলব্ধ রয়েছে।

৩. এখন আধার (Aadhaar) অ্যাপটি ওপেন করুন। এরপর আধার কার্ড নাম্বার বসিয়ে দিন ও মোবাইল নাম্বার ভেরিফাই করে আধার অ্যাপটি ওপেন করুন।

৪. এরপর আধার অ্যাপের নিচে থাকা সার্ভিসের মধ্যে “My Aadhaar Update” অপশনে ক্লিক করুন।

৫) পরবর্তী পেজে Mobile Number Update এ ক্লিক করে নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করুন। আর আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য অনলাইনে ৭৫ টাকা পেমেন্ট করতে হবে।

৬) পেমেন্ট হয়ে গেলে আপনি পেমেন্ট এর রসিদ কপি পেয়ে যাবেন ও আধার অ্যাপেই দেখতে পারবেন আপনার আধার কার্ডে সাথে মোবাইল নাম্বার লিঙ্ক হয়েছে কিনা।

Aadhaar Card Mobile Number Link Aadhaar App Download:- Download Now

Aadhaar Face Rd Application Download Link:- Download Now

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।