আর চিন্তা নেই! এখন অনলাইনে আধার কার্ডের মধ্যে থাকা ভুল নাম, ঠিকানা, জন্ম তারিখ, লিঙ্গ, অভিভাবকের নাম হোক বা মোবাইল নাম্বার লিংক ইত্যাদি আপডেট বা সংশোধন করতে পারবেন। তাহলে কবে থেকে অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে আধার কার্ডের সংশোধন বা আপডেট করা যাবে দেখে নিন আজকের প্রতিবেদনে।
আধার কার্ড সংশোধন বা আপডেট করার জন্য বর্তমানে আধার সেন্টারে লম্বা লাইনে দাঁড়িয়ে ঠিক করতে হয়। তবে বেশ কয়েকবছর আগে সেই কাজটি করা যেতো অনলাইনে। কয়েকবছর আগে অনলাইনে আধার কার্ডের নাম, জন্ম তারিখ, লিঙ্গ কিংবা ঠিকানা অনলাইন সংশোধন বা আপডেট হতো। তবে বর্তমানে আধার কার্ডের ঠিকানাই অনলাইন সংশোধন হচ্ছে।
আধার কার্ডের ভুল সংশোধন বা আপডেট নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, Uidai চালু করতে যাচ্ছে আধার নতুন আপডেট অ্যাপ। যার মাধ্যমে আধার কার্ডের নাম,ঠিকানা,জন্ম তারিখ, মোবাইল নাম্বার আপডেট বা সংশোধনের মতো কাজ গুলো নিমিষেই অনলাইনে সংশোধন করা যাবে। তবে বায়োমেট্রিক আপডেট অর্থাৎ আধারের ফটো, হাতের ছাপ ও চোখের মনি আপডেট করার জন্য নিকটবর্তী আধার সেন্টারেই যেতে হবে কার্ডধারীদের।
বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, এই নিয়ে Uidai নতুন একটি অ্যাপ চালু করতে যাচ্ছে। সবকিছু ঠিক ঠাক থাকলে চলতি বছরের শেষের দিকে সম্ভবত নভেম্বর মাসের দিকে mAadhar App এ এই নতুন আপডেট আসতে চলছে। এরফলে সহজেই আধার কার্ডের ভুল গুলো অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে উপযুক্ত নথি আপলোড করে সহজেই ঠিক করে নেওয়া যাবে।
mAadhar App Download Link:- Download Now