Academic Bank of Credits (ABC) হলো একটা ডিজিটাল ক্রেডিট ব্যাংক যেখানে শিক্ষার্থীর পড়াশোনার নম্বর বা ক্রেডিট সেভ থাকে। এটি শিক্ষা মন্ত্রণালয় চালায় এবং UGC নিয়ন্ত্রণ করে। ABC Id এর মধ্যে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া ক্রেডিট নিরাপদে জমা থাকে।
প্রতিটি শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা APAAR আইডি থাকে, যেটা দিয়ে সব রেকর্ড দেখা ও ব্যবহার করা যায়। এক কথায় – ABC হলো শিক্ষার্থীর জন্য অনলাইনে সব পড়াশোনার নম্বর জমা রাখার ব্যাংক।
APAAR আইডি হলো শিক্ষার্থীদের জন্য একটি আজীবন ইউনিক আইডি নম্বর। এর মাধ্যমে আপনার স্কুল-কলেজ বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেট, নম্বর, দক্ষতা ইত্যাদি সবকিছু এক জায়গায় জমা থাকবে।
কিভাবে ABC Id /APAAR Id তৈরি করবেন? How To Create ABC Id / APAAR Id:
১) প্রথমে আপনাকে Academic Bank of Credits (ABC) এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি আসতে পারবেন।
২) এরপর Menu>Student এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে New User(Sign Up) এ ক্লিক করুন।
৪) এরপর আধার কার্ডে যুক্ত মোবাইল নম্বর উল্লেখ করে OTP Verified করুন। এরপর নাম,আধার কার্ড নাম্বার, জন্ম তারিখ, একটি User Name ও পিন উল্লেখ করে Verify এ ক্লিক করুন।
৫) এরপর পরবর্তী পেজে আধার কার্ড নাম্বার উল্লেখ করে KYC সম্পন্ন করুন।
৬) এরপর কোন ক্লাসে পড়ছেন বা ভর্তি হবেন, তার তথ্য উল্লেখ করলেই ABC ID বা APAAR Id তৈরি।
৭) এখন দেখে নিন আপনার ABC Id বা APAAR Id নাম্বার ও কার্ডটি ডাউনলোড করুন। কার্ডের মধ্যে আপনি APAAR Id নাম্বার পেয়ে যাবেন, তা ব্যবহার করতে পারবেন।
ABC ID Card Online Apply & Download Link:– Click