অগ্নিপথ প্রকল্পে ভারতীয় বায়ু সেনায় অনলাইন আবেদন শুরু হলো
অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে অগ্নিবীর নিয়োগ এর জন্য অনলাইন আবেদন শুরু হয়ে গেলো। ভারতীয় বায়ু সেনায় নিয়োগ এর জন্য অনলাইন আবেদন লাইভ হয়ে গেলো। কিভাবে আবেদন করবেন নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো…
Agneepath Form Fill Up. Air Force Form Fill Up 2022 Bengali.
১) প্রথমে আপনাকে https://agnipathvayu.cdac.in/AV/ এই ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর আপনাকে Apply Online এ ক্লিক করতে হবে।
৩) এরপর New User/Register এ ক্লিক করে রেজিষ্ট্রেশন করতে হবে।
৪) নাম,অভিভাবক নাম,জিমেইল আইডি,মোবাইল নাম্বার, লিঙ্গ ইত্যাদি বসিয়ে দিয়ে লগইন করতে হবে।
৫) এরপর লগইন করে ৪ টি ধাপ সম্পূর্ণ করলে আবেদন হয়ে যাবে।
৬) প্রথমে Application Form টি ফিলাপ করতে হবে। এরপর পরীক্ষার সেন্টার সিলেক্ট করতে হবে। তারপর পেমেন্ট করতে হবে ও শেষে ফাইনাল সাবমিট করে Application CopyCopy ডাউনলোড করলে হয়ে যাবে।
Air Force Form Fill Up 2022 Website Link:-
ভারতীয় বায়ু সেনায় আবেদন শুরু হয়েছে ২৪ শে জুন ও শেষ হবে ৫ই জুলাই ২০২২।
পরীক্ষা শুরু হবে ২৪ শে জুলাই। বিস্তারিত নিচে দেখুনঃ-
Serve the Nation as #Agniveer under the #AgnipathScheme. @adgpi @IAF_MCC @indiannavy pic.twitter.com/qzokMnNR7C
— रक्षा मंत्री कार्यालय/ RMO India (@DefenceMinIndia) June 22, 2022
Indian Air Force এর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আবেদন করার জন্য সাড়ে ১৭ বছর থেকে ২৩ বছরের মধ্যে বয়স থাকতে হবে।
Registration window to apply for #Agniveervayu is operational from 10 am today.
To register, candidates may log on to https://t.co/kVQxOwkUcz#Agnipath#भारतीयवायुसेनाकेअग्निवीर pic.twitter.com/2ZQl8Ak6nn— Indian Air Force (@IAF_MCC) June 24, 2022
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন লিংক
অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে ভারতীয় বায়ু সেনায় নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতাঃ- Indian Air Force Education Qualification