ঐক্যশ্রী,বিবেকানন্দ,Oasis, উত্তরকন্ন্যা – সমস্ত স্কলারশিপ আবেদন দেখুন
আজকে আমরা দেখে নিচ্ছি যে কোন কোন ক্লাসের জন্য কি কি স্কলারশিপ রয়েছে। রাজ্য সরকার পড়ুয়াদের বিভিন্ন রকম স্কলারশিপ দিয়ে থাকে।ক্লাস ১ থেকে শুরু করে ডিপ্লোমা কোর্স পর্যন্ত কি কি স্কলারশিপ রয়েছে ও টাকার পরিমাণ কত তা দেখে নিচ্ছি আজকে।কোন স্কলারশিপে আবেদন করার জন্য কি কি যোগ্যতা বা শর্ত কি কি রয়েছে তা নিম্নে আলোচনা করা হলো….
Oasis Scholarship:- প্রথমে আলোচনায় আসি আমরা Oasis Scholarship নিয়ে।Oasis Scholarship এ নবম শ্রেণী থেকে শুরু করে Medical / Engineering /B.Sc(Agri) / M.Phil / P.hd / L.L.M পাঠরত ছাত্র- ছাত্রীরা আবেদন করতে পারবেন। SC/ST/OBC Scholarship এ আবেদন করতে হবে অনলাইন। আবেদন করার জন্য Oasis Scholarship এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
Oasis Scholarship Online Apply Link:-
Oasis Scholarship এ আবেদন করার যোগ্যতাঃ-
১) Oasis Scholarship এশুধুমাত্র SC, ST ও OBC পড়ুয়ারাই আবেদন করতে পারবেন।
২) ছাত্র বা ছাত্রী কে অবশ্যই পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে।
৩) পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার মধ্যে থাকতে হবে।
৪) নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে।
৫) SC/ST/OBC সার্টিফিকেট থাকতে হবে।
Aikyashree Scholarship:- রাজ্য সরকার পড়ুয়াদের জন্য আরও একটি স্কলারশিপ চালু করেছেন, যার নাম ঐক্যশ্রী স্কলারশিপ। ঐক্যশ্রী স্কলারশিপে সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়ারা আবেদন করতে পারবেন। ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করতে হবে অনলাইনে। ক্লাস ১(ওয়ান) থেকে শুরু করে পি এইজ ডি পর্যন্ত প্রত্যেক পড়ুয়া আবেদন করতে পারবেন। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো….
Aikyashree Scholarship Guidelines:–
ঐক্যশ্রী স্কলারশিপকে ৩ ভাগে ভাগ করা যায়-
1) Pre Matric Scholarship
2)Post Matric Scholarship
3)Merit Cum Means Scholarship
1) Pre Matric Scholarship & 2) Post Matric Scholarship এ আবেদনের শর্তঃ-
১) পড়ুয়াকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
২) সরকারি স্বীকৃতি প্রাপ্ত যেকোনো স্কুল বা কলেজ বা সংস্থা থেকে পাঠরত থাকতে হবে।
৩) শেষ পরীক্ষায় ৫০% নাম্বার পেতে হবে।
৪) পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার মধ্যে থাকতে হবে।
৫) পড়ুয়া যদি পশ্চিমবঙ্গের বাইরে পড়াশোনা করে তাহলে সেই পড়ুয়া Pre Matric Scholarship & Post Matric Scholarship এ আবেদন করতে পারবেন না।
3) Merit Cum Means Scholarship Eligibility:-
1) পড়ুয়াকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
২) অবশ্যই এই স্কলারশিপে আবেদন করতে গেলে পড়ুয়াকে Technical অথবা Professional কোর্স নিয়ে পড়তে হবে
৩) পড়ুয়াকে শেষ পরীক্ষায় অর্থাৎ উচ্চ মাধ্যমিক কিংবা স্নাতকে ৫০% নাম্বার পেতে হবে।
৪) পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ৷ ৫০ হাজার টাকার মধ্যে থাকতে হবে।
৫) পড়ুয়া যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকে কিন্তু বাইরে পড়াশোনা করে, তাহলেও আবেদন করতে পারবে।
ঐক্যশ্রী স্কলারশিপে কোন ক্লাসের জন্য কত টাকা দেওয়া হবে নিচের চার্টটি লক্ষ্য করুনঃ-
Aikyashree Scholarship Online Apply Link:-
Swami Vivekananda Merit cum Means Scholarship Scheme Guidelines:-
ছাত্র-ছাত্রীদের জন্য আর একটি স্কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এই স্কলারশিপে ক্লাস ১২(দ্বাদশ শ্রেণী) থেকে শুরু করে ডিপ্লোমা কোর্স পর্যন্ত প্রত্যেকেই আবেদন করতে পারবেন। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করলে পড়ুয়ারা বছরে ১২ হাজার টাকা থেকে শুরু করে ৯৬ হাজার টাকা পর্যন্ত পেতে পারে। নিম্নের চার্টটি দেখলে আরও ভালো করে বুঝতে পারবেন।ক্লাস ১২(শ্রেনী) পাশ এর পড়ুয়ারা যদি এই স্কলারশিপে আবেদন করতে চায় তাহলে উচ্চ মাধ্যমিকের শেষ পরীক্ষায় ৭৫% নাম্বার পেতে হবে।
বিবেকানন্দ স্কলারশিপে কোন ক্লাসকে কত টাকা দেওয়া হবে দেখুনঃ-
স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে গেলে পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ ৫০ হাজার টাকার মধ্যে থাকতে হবে।স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা সরাসরি পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়,তাই ছাত্র-ছাত্রীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লাগবে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে গেলে যে সমস্ত ডকুমেন্টস লাগবেঃ–
১) ইনকাম সার্টিফিকেট লাগবে(BDO/SDO/Jt. BDO/BLRO(Panchayet are ইত্যাদি)
২) মাধ্যমিকের মার্কশিট লাগবে,দুই সাইড সহ।
৩) শেষ পরীক্ষার মার্কশিট,দুই সাইড সহ।
৪) ভর্তির রসিদ।
৫) পশ্চিমবঙ্গে বাস করেন তার প্রমান(আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড ইত্যাদি)
৬) ব্যাঙ্কের পাশ বই।
আবেদন পদ্ধতিঃ– আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্য নিচের লিংকে ক্লিক করুন(Swami Vivekananda Merit Cum Means Scholarship Online Apply):-
নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপঃ– মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য বিভিন্ন স্কলারশিপ চালু করেছেন, তার মধ্যে আরও একটি হলো নবান্ন স্কলারশিপ(Nabanna Scholarship)বা উত্তরকন্যা স্কলারশিপ(Uttarkanya Scholarship)। এই স্কলারশিপ থেকে পড়ুয়ারা ১০ হাজার টাকা থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত পেতে পারে।মাধ্যমিক পাশ থেকে শুরু করে নবান্ন স্কলারশিপ(Nabanna Scholarship) বা উত্তরকন্যা স্কলারশিপে আবেদন করা যায়।
নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপে আবেদন করার শর্তঃ–
১) পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে পড়ুয়াকে।
২) যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিকে ৬৫% নাম্বার পেয়ে পাশ করেছেন অথবা উচ্চ মাধ্যমিকে ৬০% নাম্বার নিয়ে কলেজে ভর্তি হয়েছে অথবা কলেজে ৫৫% নাম্বার নিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, তারাই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে।
৩) পরিবারের বার্ষিক আয় ৬০ হাজার টাকার মধ্যে থাকতে হবে।
নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপের প্রয়োজনীয় কাগজপত্রঃ–
১) আবেদন পত্র লাগবে।
২) শেষ পরীক্ষার মার্কশীট।
৩) বর্তমান যে কোর্সে ভর্তি হয়েছেন তার রশিদ।(Admission Receipt)
৪) সেলফ ডিক্লারেশন কপি।
৫) কোন A-ক্যাটেগরির গেজেটেড অফিসারের কাছ থেকে নেওয়া বাৎসরিক আয়ের সার্টিফিকেট ।(MLA)
৬) ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফটোকপি লাগবে,কেননা টাকা সরাসরি পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়।
৭) আধার কার্ড বা মাধ্যমিকের এডমিট কার্ড।
নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপের আবেদন পত্র জমা করার ঠিকানাঃ-
দক্ষিণবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য নিচের ঠিকানায় গিয়ে জমা করতে হবেঃ- Nabanna, 14th Floor, 325 Sarat Chatterjee Road, Shibpur, Howrah- 711102
উত্তরবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য নিচের ঠিকানায় আবেদন ফর্ম জমা করতে হবেঃ- UTTARKNYA, P.O.Satellite Township, Fulbari,Jalpaiguri-734015
তবে মনে রাখতে হবে, কেবলমাত্র আবেদনকারীকে নিজে অথবা অভিভাবক এই ফর্ম জমা দিতে পারবেন।
নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপের শেষ তারিখঃ– পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল নবান্ন স্কলারশিপে কিংবা উত্তরকন্যা স্কলারশিপে আবেদনের নির্দিষ্ট কোন শেষ তারিখ নেই। তবে ডিসেম্বরের মধ্যেই জমা দেওয়া ভালো।
উত্তরকন্যা স্কলারশিপ ফর্ম ডাউনলোড লিংকঃ–
নবান্ন স্কলারশিপ ফর্ম ডাউনলোড লিংকঃ-