রাজ্যে নতুন আপন বাংলা কার্ড চালু,দেখুন কি কি সুবিধা ও আবেদন পদ্ধতি
আমাদের মধ্যে অনেকেই আমরা রয়েছে কাজের সূত্রে দেশের বাইরে বিদেশে পারি দিতে হয়। রাজ্য সরকার এবার কাজের সূত্রে বাইরে থাকা অর্থাৎ বিদেশে থাকা বাঙ্গালি প্রবাসীদের জন্য এবার এক নতুন অভিনব উদ্যোগ নিলে। গত ২১ শে ফেব্রুয়ারি ২০২৩, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজ্য সরকার নতুন একটি পোর্টালের শুভসূচনা করেন। এই নতুন পোর্টালের নাম দেওয়া হয়েছে ‘আপন বাংলা'(apon bangla)। কোনে প্রবাসী বাঙ্গালি ব্যাক্তি যদি এই পোর্টালে নাম নথিভুক্ত করেন,তাহলে তারা পাবেন রাজ্য সরকারের তরফে আপন বাংলা কার্ড(apon bangla card)।
আপন বাংলা কার্ডের সুবিধা (apon bangla card facility):-
১) যদি আপনার কাছে আপন বাংলা কার্ড থাকে তাহলে, সেই প্রবাসী বাঙালি কিংবা বিদেশে স্থায়ীভাবে বসবাসকারী কোনো বাঙালিও বিদেশের মাটিতে বসেই পশ্চিমবঙ্গের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার এবং দেখার সুযোগ পাবেন।
২) আপন বাংলা কার্ড থাকলে, যে কোনও সমস্যায় পড়লে দ্রুত রাজ্য সরকারের সাহায্য পাবেন তাঁরা। তাদের জন্য প্রয়োজনে চালু হবে বিশেষ স্কিম।
আপন বাংলা কার্ড অনলাইন আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে(Apon Bangla Card Apply Documents List):-
১) পাসপোর্ট সাইজের কালার ফটো (50KB)
২) সিগনেচার (50 KB)
৩) পাসপোর্ট (Passport) (Front & Back in a single image,File Format: JPG/JPEG, 2MB)
৪) ঠিকানার প্রমাণ (PDF/JPG/JPEG, Size:2 MB each)
আপন বাংলা কার্ড অনলাইন আবেদন পদ্ধতি (Apon Bangla Card Online Apply Bengali)
১) প্রথমে আপনাকে aponbangla.wb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Register with Us অপশনে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Click Here To Register এ ক্লিক করুন।
৪) এরপর ৪ টি ধাপে ফর্ম ফিলাপ করতে হবে।
A) Basic Information:- First name, Middle name, Last name, Date of birth, Passport details, Current residing country, Mobile number, Email id, Whether you are NRI/PIO/OCIs.
B) Current Address/Residential/Work Address : House/Building no, Street name, Area name, Landmark, City, Pin code, Country
C) Applicant’s Address in West Bengal : Address, District, Police station, Pin code, Total family members residing in West Bengal, Contact person,Contact mobile number
4) Required Documents : Photo, Signature, Passport, Address proof, Aadhar card
৫) রেজিষ্ট্রেশন হয়ে গেলে আপনার জিমেইল আইডিতে রেজিষ্ট্রেশন আইডি ও secret পিন চলে আসবে।তা দিয়ে লগইন করে বাকি ধাপ শেষ করে আপন বাংলা কার্ড ডাউনলোড করে নিন।
Apon Bangla Card Website Link:- Click
Apon Bangla Card Registration Link:- Register
Apon Bangla Card Log In Link:- Log In
Apon Bangla Card Helpline Number:- 18003458244
Apon Bangla Card Helpline Gmail Id:- [email protected]
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন:- লিংক