প্যান কার্ড আধার কার্ড লিংক না থাকলে দিতে হবে জরিমানা, দেখুন লিংক পদ্ধতি
Pan Card Aadhar Card Link Bengali:-যদি আপনার কিংবা আপনার পরিবারের কোনো সদস্যের প্যান কার্ড থাকে,তাহলে এখন অবশ্যই আপনার প্যান কার্ড এর সাথে আধার কার্ড নাম্বার লিংক করতে হবে।
আয়কর দপ্তর জানিয়ে দিয়েছেন, প্যান কার্ড এর সাথে আধার কার্ড নাম্বার লিংক করা প্রত্যেকের জন্য বাধ্যতামূলক। এছাড়াও বলা হয়েছে একটি বিজ্ঞপ্তিতে, আপনি যদি আপনার প্যান কার্ড এর সাথে আধার কার্ড নাম্বার ৩১ মার্চ ২০২৩ সালের মধ্যে লিংক না করে থাকেন, তাহলে আপনার উপর ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। এছাড়াও প্যান কার্ড এর সাথে আধার কার্ড নাম্বার ৩১ শে মার্চ এর মধ্যে না করলে, ১ এপিল থেকে আপনার প্যান কার্ড বন্ধ বা বাতিল হয়ে যাবে।
তাহলে এখন প্রশ্ন দাড়াচ্ছে কিভাবে আপনি আপনার প্যান কার্ড এর সাথে আধার কার্ড নাম্বার লিংক করতে পারবেন। এছাড়াও প্যান কার্ড আধার কার্ড লিংক রয়েছে কিনা কিভাবে চেক করবেন। আজকের প্রতিবেদনে আমরা দেখে নিচ্ছি, প্যান কার্ড আধার কার্ড নাম্বার লিংক ও লিংক রয়েছে কিনা তার ডিটেইলস চেক।
Pan Card Aadhar Card Link Status Check Bengali. Aadhar Card Pan Card Link Status Check
১) প্রথমে আপনাকে incometax.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Link Aadhaar Status এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে PAN কার্ড নাম্বার ও Aadhaar Number বসিয়ে দিয়ে নিচে View Link Aadhaar Status এ ক্লিক করুন।
৪) এরপর দেখতে পারবেন আপনার প্যান কার্ড এর সাথে আধার কার্ড নাম্বার লিংক রয়েছে নাকি নেই।
Pan Card Aadhar Card Link Bengali. Aadhar Card Pan Card Link:-
প্যান কার্ড আধার কার্ড লিংক পদ্ধতি দেখুন:- প্যান আধার কার্ড লিংক
incometax.gov.in website link:- Click
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন:- লিংক