WBMDFC Job Fair in Milan Utsav 2025: রাজ্যে চাকরির মেলা,অনলাইন আবেদন পদ্ধতি দেখুন!
পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের উদ্যোগে এবারও শুরু হচ্ছে রাজ্যে মিলন উৎসব। যার বিশেষ আকর্ষণ বেকার চাকরি প্রার্থীদের চাকরির সন্ধান খুঁজে দেওয়ার এক মেলা চাকরির মেলা, আয়োজিত করছে WBMDFC।
পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম অর্থাৎ WBMDFC প্রতি বছরের ন্যায় এবছরও “বার্ষিক বাণিজ্য মেলা” কিংবা “মিলন উৎসব” এর আয়োজন করেছে। এই মিলন উৎসবের বিশেষ আকর্ষণ হিসাবে থাকে Job Fair 2025 অর্থাৎ চাকরির মেলা, এই মেলার আয়োজন করে থাকে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম।
আপনি যদি একটি চাকরি খুঁজে থাকেন কিংবা আপনার একটি চাকরির খুবই দরকার! তাহলে এই মিলন উৎসব 2025 অর্থাৎ চাকরির মেলায় অংশগ্রহণ করার জন্য সুবর্ণ সুযোগ করে দিচ্ছে আপনাকে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম (WBMDFC)।
আপনি যদি উক্ত চাকরির মেলায় অংশগ্রহণ করতে আগ্রহী থাকেন, তাহলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ ভালো ভাবে দেখুন ও পড়ুন। আজকের প্রতিবেদন থেকে আপনি জানতে পারবেন, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম থেকে আয়োজন করা চাকরির মেলায় 2025 কিভাবে অংশগ্রহণ করবেন, কিভাবে আবেদন করবেন, কি কি শর্ত রয়েছে? বিস্তারিত ভালো ভাবে দেখে নিন আজকের প্রতিবেদনে।
পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম আয়োজিত আসন্ন “মিলন উৎসব -2025” এর জব ফেয়ারে (Job Fair 2025 West Bengal) সকলেই নাম নথিভুক্ত করতে পারবেন। উক্ত Job Fair 2025 এ 30টির বেশি কোম্পানী অংশগ্রহন করবে বলে জানিয়েছে WBMDFC।
পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম আয়োজিত এই চাকরির মেলায় 2025 প্রার্থী বাছাই করা হবে শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে। জব ফেয়ারের আগে ওরিয়েন্টেশন সেশন কিংবা ওয়ার্কশপ হবে। উক্ত চাকরির মেলায় 2025 প্রায় সমস্ত পেশাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা ও ফ্রেশারদের (New) অর্থাৎ সকলেই বিভিন্ন ধরনের চাকুরীর সুযোগ পাচ্ছেন।
পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের তরফ থেকে জানানো হয়েছে, আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অবশ্যই অনলাইন রেজিষ্ট্রেশন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। যদি কোনো চাকরি প্রার্থী উক্ত জব ফেয়ারে অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকে, তাহলে অবশ্যই WBMDFC এর অফিসিয়াল পোর্টালে গিয়ে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে।
Job Fair in Milan Utsav 2025 Online Apply Bengali / মিলন উৎসব চাকরির মেলা 2024 অনলাইন আবেদন পদ্ধতিঃ-
1) প্রথমে আপনাকে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের(WBMDFC) অফিসিয়াল ওয়েবসাইটে আসুন।
2) এরপর Application For Milan Utsav 2025 Events এ ক্লিক করুন (Click Here To Apply)।
3) পরবর্তী পেজে Apply For Job Fair 2025 এ ক্লিক করুন।
4) পরবর্তী পেজে মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করুন, আপনার মোবাইলে OTP আসবে, তা উল্লেখ করে আবারও সাবমিট করুন।
5) এরপর আপনার সামনে আবেদন ফর্মটি চলে আসবে, তা সঠিকভাবে (নাম,ঠিকানা,যোগ্যতা ইত্যাদি) ফিলাপ করুন ও একটি BIO-Data Upload করুন 1MB এর মধ্যে PDF ফরমেটে।
6) সবকিছু সঠিকভাবে ফিলাপ হয়ে গেলে, নিচের বক্সে টিক মার্ক দিয়ে সাবমিটে ক্লিক করুন। এরপর আবেদনের রিসিভ কপি ডাউনলোড করে রেখে দিন। উল্লেখিত দিনে আপনাকে নির্দিষ্ট ঠিকানায় সমস্ত নথি অরিজিনাল ও জেরক্স সহকারে উপস্থিত থাকতে হবে।
পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম আয়োজিত আসন্ন “মিলন উৎসব – 2025” এর জব ফেয়ারে নাম নথিভুক্ত প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। আসন্ন WBMDFC Job Fair 2025 কিংবা Milan Utsav 2025 এ অনলাইন আবেদন করতে হবে, 9ই ডিসেম্বর 2024 তারিখ থেকে 20 ডিসেম্বর 2024 তারিখের মধ্যে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অতি দ্রুত প্রতিবেদনে উল্লেখিত লিংকে ক্লিক করে অনলাইন আবেদন সম্পন্ন করুন।
পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এবছরও Job Fair 2025 অনুষ্ঠিত হচ্ছে 2রা জানুয়ারি থেকে 7ই জানুয়ারি 2025 তারিখের মধ্যে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রত্যেকেই এই Job Fair in Milan Utsav 2025 এ অংশগ্রহন করতে পারবেন। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম এর উদ্যোগে, পার্ক সার্কাস,কলকাতা ময়দানে এই “মিলন উৎসব 2025” আয়োজিত হতে চলেছে।
তবে মনে রাখবেন, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম থেকে আয়োজিত এই Job Fair in Milan Utsav 2025 এ শুধুমাত্র প্রাইভেট চাকরি পাওয়া যায়। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম শুধুমাত্র চাকরি প্রদানকারী সংস্থাগুলি এবং চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান কিংবা আয়োজন করে থাকে। এই চাকরির মেলায় অংশগ্রহণকারী প্রার্থী বাছাই এর সঙ্গে WBMDFC কোনভাবেই জড়িত নয় ও চাকরি মেলায় অংশগ্রহণ চাকরির নিশ্চয়তা দেয় না। এখানে আপনার যোগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদির উপর ভিত্তি করে চাকরির মেলায় অংশগ্রহণকারী কোম্পানি গুলো আপনাকে চাকরি প্রদান করে থাকে।
Job Fair in Milan Utsav 2025 West Bengal Online Apply Link:- ক্লিক
Website Link:– Click