Pan Card 2.0 Update 2025: প্যান কার্ড ২.০ আপডেট পদ্ধতি দেখুন নতুন নিয়ম!
প্যান কার্ড 2.0 পোর্টাল থেকে এখন সমস্ত কাজ করা যাবে। এর আগে তিনটি পোর্টাল থেকে প্যান কার্ডের কাজ হতো, এখন একটি পোর্টাল থেকে প্যান কার্ডের যাবতীয় কাজ করা যাবে।
প্যান কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি, কেননা আয়কর বিভাগ দ্বারা জারী করা এই দশ সংখ্যার প্যান কার্ড নাম্বার বিভিন্ন কাজে আছে। আর্থিক লেনদেন থেকে শুরু করে পরিচয় পত্র, ব্যাঙ্কের ekyc সহ নানান কাজে দরকার পরে প্যান কার্ড। ইতিমধ্যেই আয়কর বিভাগ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবার থেকে Pan 2.0 পোর্টাল থেকে নতুন ডিজিটাল ডায়নামিক কিউ আর কোড যুক্ত প্যান কার্ড তৈরি করা যাবে।
প্যান কার্ড তৈরি করার জন্য ভিন্ন ভিন্ন তিনটি পোর্টাল রয়েছে, যার মধ্যে একটি হলো e-Filing Portal, আর একটি হলো UTIITSL Portal এবং অপরটি হলো Protean e-Gov Portal। এই তিনটি পোর্টালের যেকোনো একটি পোর্টাল থেকে আবেদনকারীরা প্যান কার্ড তৈরি করতে পারেন। এবার থেকে একটি মাত্র পোর্টাল অর্থাৎ Pan 2.0 পোর্টাল। এই একটি পোর্টাল থাকবে, প্যান কার্ড তৈরি করার জন্য। এই একটি পোর্টাল থাকবে সমস্ত প্যান কার্ডের যাবতীয় কাজ।
অর্থ মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে, পুরানো PAN কার্ডধারীদের কোনরকম চিন্তা করার দরকার নেই। কেননা আপনার কাছে যদি একটি PAN কার্ড থাকে, তাহলে আর নতুন করে PAN এর জন্য আবেদন করার প্রয়োজন নেই৷ সেই সমস্ত বৈধ প্যান কার্ডগুলি PAN 2.0-এর অধীনে সম্পূর্ণরূপে চালু থাকবে। তবে আপনি যদি প্যান কার্ড এর জন্য নতুন করে সংশোধন কিংবা আপডেট এর জন্য আবেদন জানান তাহলে আপনি একটু নতুন প্যান কার্ড পাবেন।
প্যান কার্ডের ঠিকানা,মোবাইল নাম্বার ও জিমেইল আইডি আপনি সম্পূর্ণ বিনামূল্যে সংশোধন কিংবা পরিবর্তন বা আপডেট করতে পারবেন। এই কাজটি করার জন্য অবশ্যই আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক করা থাকতে হবে। নিচের ধাপ ফলো করে দেখে নিন কিভাবে…
1) প্রথমে আপনাকে https://www.onlineservices.nsdl.com/paam/endUserAddressUpdate.html এই লিংকে ক্লিক করতে হবে।
2) এরপর পরবর্তী পেজে প্যান কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার ও জন্ম তারিখের মাস ও সাল উল্লেখ করুন ও নিচের বক্সে টিক মার্ক দিয়ে সাবমিট করুন।
3) পরবর্তী পেজে Continue with e-Kyc তে ক্লিক করুন। আপনার রেজিস্ট্রার মোবাইল নাম্বারে OTP আসবে, তা উল্লেখ করে সাবমিটে ক্লিক করুন।
4) এরপর পরবর্তী পেজে দেখতে পারবেন, আপনার প্যান কার্ডে মোবাইল নাম্বার ও জিমেইল আইডি লিংক রয়েছে নাকি নেই। যদি না থাকে, তাহলে নতুন করে বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করুন।
5) এরপর পরবর্তী পেজে আধার কার্ড অনুযায়ী আপনার সমস্যা ঠিকানা চলে আসবে, তা ভালো ভাবে দেখে নিন ও নিচে থাকা Verify এ ক্লিক করুন।
6) আপনার আবেদন হয়ে যাবে এবং আপনি একটি রসিদ পেয়ে যাবেন। সেখানে Acknowledgement Number রয়েছে, তা দিয়ে পরবর্তী Status চেক করে দেখে নিতে পারবেন।
Pan Card Address Update & Gamil Id, Mobile Number Link Website:- Click
প্যান কার্ড আবেদনের বা সংশোধনের Status Check পদ্ধতিঃ–
1) প্রথমে আপনাকে https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html এই লিংকে ক্লিক করে, পোর্টালে আসতে হবে।
2) এরপর Know Status Of Pan Application এ ক্লিক করুন।
3) পরবর্তী পেজে Application Type থেকে Pan New/Change Request এ ক্লিক করুন ও নিচে Acknowledgement Number বসিয়ে দিন।
4) এরপর ক্যাপচার কোড উল্লেখ করে সাবমিটে ক্লিক করে দেখে নিন, আপনার আবেদন এপ্রুভ হয়েছে কিনা।
Pan Card Status Check Link:- Click
উপরের পদ্ধতি ফলো করে আপনি সহজেই, প্যান কার্ডের ঠিকানা পরিবর্তন করতে পারবেন। এর পাশাপাশি প্যান কার্ডে নতুন মোবাইল নাম্বার ও জিমেইল আইডি লিংক করতে পারবেন। তবে এই পদ্ধতিতে আপনি নতুন কোনো প্যান কার্ড পাবেন না, এরজন্য আপনাকে আলাদা করে নির্দিষ্ট ফি প্রদান করে প্যান কার্ড আপডেট কিংবা সংশোধন করতে হবে।