৭২ ঘণ্টা কেটে গিয়েছে। কিন্তু আদালতের এজলাসে দেখা মেলেনি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিধানগর আদালত।
শুক্রবার ২৬ ডিসেম্বর বিধাননগর পুলিশের গোয়েন্দা শাখা অভিযুক্ত বিডিও-র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জন্য আবেদন করেন বিধাননগর আদালতে। পরে তা মঞ্জুর করেন আদালত।
প্রসঙ্গত, ২২ ডিসেম্বর রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন আগাম জামিনের জন্য আবেদন করলে তা কলকাতা হাইকোর্ট খারিজ করে দেয় এবং ৭২ ঘন্টা সময় নির্ধারণ করে দেয় বিডিও কে ওই সময়ের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। কিন্তু সময় পেরিয়ে গেলেও দেখা যায়নি বিডিও কে।
এই পরিস্থিতিতে শুক্রবার বিধাননগর পুলিশের গোয়েন্দা শাখা আদালতে গেলে অভিযুক্ত বিডিওর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এদিন আদালতে বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, অভিযুক্ত শুধু হাইকোর্টের নির্দেশ অমান্য করেননি, সুপ্রিম কোর্টে যাওয়ার দাবি করলেও সে সংক্রান্ত কোনও তথ্য নিম্ন আদালতকে জানাননি। জানা গিয়েছে রাজগঞ্জের বিডিও পলাতক।
