গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকেই উধাও রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। এই পরিস্থিতিতে রাজগঞ্জ বিডিও অফিস চত্বরে হঠাৎ দেখা যায় ‘সন্ধান চাই’ লেখা পোস্টার। পোস্টারে রয়েছে অভিযুক্ত পলাতক বিডিওর ছবি ও সন্ধান চাই লেখা। জানা গেছে, এসএফআই রাজগঞ্জ লোকাল কমিটির তরফ থেকে এই পোস্টার লাগানো হয় এ ছাড়া এদিন অফিস চত্বরে সন্ধান চাই লিফলেট বিলি করে এসএফআই কর্মী সমর্থকরা।
উল্লেখ্য, পলাতক বিডিও প্রশান্ত বর্মন কে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হাইকোর্ট ৭২ ঘণ্টা সময় দিলেও আদালতে দেখা মেলেনি রাজগঞ্জের দাবাং বিডিও প্রশান্ত বর্মনের। ইতিমধ্যেই সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিধানগর আদালত।
শুক্রবার ২৬ ডিসেম্বর বিধাননগর পুলিশের গোয়েন্দা শাখা অভিযুক্ত বিডিওর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জন্য আবেদন করেন বিধাননগর আদালতে, পরে তা মঞ্জুর করেন আদালত। গ্রেপ্তারি পরোয়ানা জারির আগেই বিডিও রাজ্য ছেড়ে পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
