আবাস যোজনা ঘরের লিস্ট 2023 নতুন, নাম দেখুন লিস্টে
আবাস যোজনা গ্রামীণ 2023 নতুন লিস্ট প্রকাশিত হলো। এখন খুব সহজেই এলাকা ভিত্তিক দেখে নিন, কে কে ঘর পাচ্ছে? কাদের নাম সিলেক্ট হয়েছে নতুন লিস্টে।
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর আওতায় মোট টাকা দেওয়া হয় ১ লক্ষ ২০ হাজার টাকা, আর পাহাড়ি এলাকার বাসিন্দাদের জন্য ১ লক্ষ ৩০ হাজার টাকা।
ঘরের মোট ১ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে কেন্দ্র সরকার দিয়ে থাকে ৬০ শতাংশ টাকা আর রাজ্য সরকার দিয়ে থাকে ৪০ শতাংশ টাকা,মোট টাকার মধ্যে।
আপনি কিভাবে অনলাইনে বাড়িতে বসে ঘরের নতুন লিস্টে 2023 নাম খুঁজে বের করবেন, দেখুন বিস্তারিত…
PM Awas Yojana Gramin New List 2023-24 | PM Awas Yojana Gramin New List 2023-24
১) প্রথমে আপনাকে pmayg.nic.in এই ওয়েবসাইটে আসতে হবে। লিংক নিচে দেওয়া হলো।
২) এরপর Awaassoft > Report > Beneficiary Details For Verification এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে রাজ্য>জেলা>ব্লক>পঞ্চায়েত> কত সালের লিস্ট দেখতে চান তা সিলেক্ট করে সাবমিট করুন।
৪) এরপর আপনার সামনে GP ভিত্তিক নতুন লিস্টে কার কার নাম এসেছে, দেখতে পারবেন।
৫) আপনি চাইলে নতুন ঘরের লিস্টটি ডাউনলোড করেও নিতে পারবেন।
Awas Yojana New List:-
আবাস যোজনার টাকা দেওয়া হয় সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। টাকা আসে ৩ টি কিস্তির মাধ্যমে। প্রথম কিস্তি ৬০ হাজার টাকা, দ্বিতীয় কিস্তি ৫০ হাজার টাকা ও তৃতীয় কিস্তি ১০ হাজার টাকা। মোট ১ লক্ষ ২০ হাজার টাকা।