ভারতে না গেলে বিশ্বকাপ থেকে বাদ! আইসিসির কড়া বার্তা—২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত, না হলে বাংলাদেশর জায়গা নেবে স্কটল্যান্ড

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে তীব্র নাটকীয়তা।  একেরপর এক নাটকের অংশ নিতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।  সময় যত গড়াচ্ছে, অনিশ্চয়তা ততই গভীর হচ্ছে।  ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ায় এবার কড়া অবস্থান নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC)।  ভারতে গিয়ে খেলতে হবে বাংলাদেশকে চাপের মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এদিন বোর্ড সভায় আইসিসি কঠিন বার্তা জানিয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলা হয়েছে, বাংলাদেশ যদি ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ না নেয়, তাহলে তাদের জায়গায় স্কটল্যান্ডকে খেলানো হবে।  এ বিষয়ে সভায় ভোটাভুটি হয়, আর সেখানে মোট ১৬ জন ভোটে অংশগ্রহণ করলে বেশিরভাগই ভোটই যায় বাংলাদেশের বিপক্ষে শুধু একমাত্র পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের পক্ষে ভোট দিয়েছে।

এরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইসিসি ২৪ ঘণ্টার সময় ধরিয়ে দেয়।  এই সময়ের মধ্যেই জানাতে হবে তাদের সিদ্ধান্ত; বাংলাদেশ খেলবে, না খেলবে না।  সব মিলিয়ে পরিস্থিতি এখন চরম উত্তেজনাপূর্ণ।

এছাড়াও এদিকে এদিন সূত্রে মোতাবেক জানা গিয়েছে, আগামীকাল বিকাল ৩টায় বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে বৈঠক বসবেন।  বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে খেলোয়াড়দের মতামত শোনার জন্য।

উল্লেখ্য , আইসিসি তাদের বিবৃতিতে সাফ জানিয়ে দিয়েছে ভারতে বাংলাদেশ দলের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। তাই ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর প্রশ্নই ওঠে না।  নিরাপত্তা নিয়ে বিসিবির অভিযোগকে ভিত্তিহীন বলেও দাবি করে। পাশাপাশি আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার বিষয়টি এই ইস্যুর সঙ্গে জড়ানো যাবে না বলেও ধমক দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।