দীর্ঘ প্রতিক্ষার অবসান! বাংলা বাড়ি প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার দ্বিতীয় পর্যায়ে ২০ লক্ষ পরিবারকে পাকা বাড়ি বানানোর জন্য ১ লক্ষ ২০ হাজার টাকার প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দেওয়ার কাজ শুরু করলেন।
২৮ জানুয়ারি ২০২৬ হুগলি জেলার সিঙ্গুরে থেকে পশ্চিমবঙ্গ জুড়ে ১০৭৭টি উন্নয়নমূলক প্রকল্পের ভার্চুয়াল শুভ উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বাংলার মানুষের সুবিধার্থে, রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে ‘বাংলার বাড়ি’ (গ্রামীণ) আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্বের শুভ সূচনা করলাম।
মুখ্যমন্ত্রী আরও জানান, ‘বাংলার বাড়ি’ (গ্রামীণ) আবাসন প্রকল্পে দুটি কিস্তিতে মোট ১,২০,০০০ টাকা অনুদান দেওয়া হবে। এই পর্যায়ে অনুদান পাচ্ছেন মোট ২০ লক্ষ পরিবার। এই প্রকল্পে ব্যয়ের পরিমাণ ২৪,০০০ কোটি টাকা। এর আগেও, ‘বাংলার বাড়ি’ (গ্রামীণ) প্রকল্পের প্রথম পর্যায়ে আমরা ১২ লক্ষ পরিবারকে বাড়ি নির্মাণের জন্য অর্থ প্রদান করেছিলাম। রাজ্য সরকারের ব্যয় হয়েছিল ১৪,৪০০ কোটি টাকা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই উন্নয়নমূলক প্রকল্পের দুটি পর্যায় মিলিয়ে বাংলার ৩২ লক্ষেরও অধিক পরিবারকে বাড়ি নির্মাণ করে দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় হচ্ছে সর্বমোট ৩৮,৪০০ কোটি টাকা। এখানে কেন্দ্রীয় সরকারের কোনও সহযোগিতা নেই। সিঙ্গুরের অনুষ্ঠান মঞ্চ থেকে ১০ জন উপভোক্তার হাতে ‘বাংলার বাড়ি (গ্রামীণ)’ প্রকল্পের আর্থিক সহায়তা তুলে দিলাম।
বাংলার বাড়ি প্রকল্পের টাকা গতকাল থেকে পাঠানো শুরু হয়েছে, এই টাকা ধাপে ধাপে আগামী সাতদিনের মধ্যে সকল উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। প্রথম কিস্তি ৬০ হাজার টাকা ও দ্বিতীয় কিস্তি ৬০ হাজার টাকা। আপনি যদি টাকা না পেয়ে থাকেন, তাহলে দিদিকে বলো নম্বরে কল (✆9137091370) করে আপনার অভিযোগ জানতে পারেন।

