বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া শুরু হলো, আরও ১৬ লক্ষ বাড়ি দিবে রাজ্য সরকার! আবেদন পদ্ধতি দেখুন?

Khalek Rahaman
google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা ইতিমধ্যে রাজয় সরকার উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু করেছে। প্রথম দফায় ১২ লক্ষ যোগ্য পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা করে পাঠানো শুরু হয়েছে। গত ১৭ই ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘর থেকে বাংলার বাড়ি প্রকল্পের শুভ সূচনা করেছেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

বাংলার বাড়ি প্রকল্পের একটাই উদ্দেশ্যে আর তা হলো, রাজ্যের গরিব মানুষদের আশ্রয় দেওয়া। তাদের জন্য পাকা বাড়ি তৈরি করে দেওয়াই হলো রাজ্য সরকারের বাংলার বাড়ির প্রকল্পের মূল উদ্দেশ্য। এই প্রকল্পের মাধ্যমে, ১২ লক্ষ যোগ্য পরিবারের হাতে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ৬০,০০০ টাকা অনুদান দেওয়া হল সরাসরি ব্যাংকের মাধ্যমে।

বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার বাড়ি বানানোর জন্য মোট ১ লক্ষ ২০ হাজার টাকা করে দিচ্ছে পরিবারদের। যার প্রথম কিস্তি ৬০ হাজার টাকা ইতিমধ্যেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়া শুরু হয়েছে। সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এই টাকা সদ্ব্যবহার হলে পরবর্তী কিস্তির ৬০ হাজার টাকা দেওয়া হবে অর্থাৎ মোট ১,২০,০০০ টাকা প্রতি পরিবার পাবেন বাড়ি তৈরি করার জন্য।

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কেন্দ্রীয় সরকার বিগত তিন বছর ধরে রাজ্যের গরিব মানুষকে বঞ্চিত করেছে তাঁদের হকের পাওনা থেকে। আমরা ভিক্ষে নয় ন্যায্য অধিকার চাই। আমরা – মা – মাটি – মানুষের সরকার – কথা দিয়ে কথা রাখি – এটাই তার প্রমাণ।

এর পাশাপাশি, ২১টি জেলা থেকে ২ জন করে মোট ৪২ জনের হাতে অনুমোদন পত্র তুলে দিলাম। এই দফায় মোট ১২ লক্ষ পরিবার কে এই আর্থিক সাহায্য দেয়া হবে। এরপরেও প্রায় ১৬ লক্ষ যোগ্য পরিবার থেকে যাবেন। এই ১৬ লক্ষ পরিবারকে আগামী ২০২৫ সালের মধ্যে সহায়তা প্রদান করা হবে। এর মধ্যে ৮ লক্ষ পরিবারকে আগামী মে মাসের মধ্যে এবং অবশিষ্ট ৮ লক্ষ পরিবারকে ডিসেম্বর ২০২৫ এর মধ্যে এই সহায়তা দেওয়া হবে।”

বাংলার বাড়ি প্রকল্পের মোট পরিবারের সংখ্যা ছিলো ১১ লক্ষ, এর পাশাপাশি রাজ্যে বন্যার কারনে অনেকের বাড়ি নষ্ট হয়ে যাওয়ায় তাদের নাম ও সেই লিস্টে যুক্ত হয়েছে। শুধু তাই নয়, অনেক যোগ্য পরিবারের নাম লিস্টে না থাকায়, তারা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বারে কল করে তাদের সমস্যা তুলে ধরেছেন। এর ফলে সেই দিক থেকেও আরও শত শত মানুষ ঘর পেয়েছে। সব মিলিয়ে বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তার সংখ্যা দাঁড়িয়েছে ১২ লক্ষ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, যাদের নাম এই লিস্টে আসে নি তারা যেন দুঃখ না পায়। কেননা, আরও ১৬ লক্ষ ঘর দিতে চলছে রাজ্য সরকার। আপনার যদি কাঁচা বাড়ি থাকে এবং আপনি একজন যোগ্য ব্যক্তি হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি চাইলে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্প লাইন নাম্বারে কল করে আবেদন জানাতে পারেন, এরপর তা যাচাই করে দেখার পর যোগ্য বলে বিবেচিত হলে ঘর পেতে পারেন। Sarasari Mukhyamantri Helpline Number: 9137091370।

Related News