বিডিও ইনকাম সার্টিফিকেট অনলাইন আবেদন ও ডাউনলোড পদ্ধতি দেখুন ২০২৬ – BDO Income Certificate Online Apply & Download

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
5 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

বিডিও ইনকাম সার্টিফিকেট (BDO Income Certificate) অনলাইনে তৈরি করুন খুব সহজে।  এখন বাড়িতে বসেই মোবাইল ফোন কিংবা কম্পিউটার ব্যবহার করে অনলাইনে আবেদন করতে পারবেন।  সার্টিফিকেট ইস্যু হয়ে গেলে অনলাইন থেকেই সহজে BDO Income Certificate Download করা যাবে।  ইস্যু হওয়া বিডিও ইনকাম সার্টিফিকেটটি ৬ মাস পর্যন্ত বৈধ, এই সময়ের মধ্যে যেকোনো সরকারি বা বেসরকারি কাজে এটি ব্যবহার করা যাবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

বিডিও ইনকাম সার্টিফিকেট তৈরি করতে কি কি ডকুমেন্টস লাগবে ও শর্ত কি?

১) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) আবেদনকারীর বসবাসের প্রমাণপত্রের নথি (১টি) – ভোটার কার্ড / রেশন কার্ড / আধার কার্ড / সরকারি আইডি কার্ড / ডিফেন্স আইডি কার্ড / ড্রাইভিং লাইসেন্স / পাসপোর্ট ইত্যাদি।
৩) আবেদনকারীর ইনকামের প্রমাণপত্র (১টি) – গ্রাম পঞ্চায়েত প্রধান ইনকাম সার্টিফিকেট / Salary সার্টিফিকেট / পৌরসভার কাউন্সিলরের ইনকাম সার্টিফিকেট / IT Return সার্টিফিকেট।
৪) আবেদনকারীর পাসপোর্ট সাইজের কালার ফটো।
৫) আবেদন করার জন্য কোনো আবেদন ফি লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন।

BDO Income Certificate Online Apple 2026 Step By Step – বিডিও ইনকাম সার্টিফিকেট অনলাইন আবেদন পদ্ধতি

১) সর্বপ্রথম আপনাকে eDistrict 2.0 পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।  এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর Log in / Sign Up এ ক্লিক করে আইডি পাসওয়ার্ড থাকলে উল্লেখ করে লগইন করুন।  আর নতুন হলে রেজিস্ট্রার এ ক্লিক করে নাম, মোবাইল নম্বর, জিমেইল আইডি, জন্ম তারিখ ও একটি পছন্দ মতো ইউজার নাম উল্লেখ করে রেজিস্ট্রার এ ক্লিক করে রেজিস্ট্রেশন করুন।  এরপর লগইন এ ক্লিক করে মোবাইল নম্বর উল্লেখ করে লগইন করুন।
৩) লগইন করার পর হোম পেজে থাকা মেনু (=) তে ক্লিক করে সার্ভিস (Service) এ ক্লিক করুন। এরপর সার্টিফিকেট (Certificates) এ ক্লিক করে ইনকাম সার্টিফিকেট (Income Certificate) এ ক্লিক করুন।

৪) এরপর পরবর্তী পেজে Accept এ ক্লিক করুন। এখন আপনার সামনে আবেদন ফর্মটি চলে আসবে, এখন আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করুন।

Applicant’s Details

আবেদনকারীর নাম, জন্ম তারিখ, লিঙ্গ, আধার কার্ড নম্বর, জিমেইল আইডি ও মোবাইল নম্বর উল্লেখ করুন।

Present Address Of Applicant

আবেদনকারীর বর্তমান ঠিকানা উল্লেখ করুন – গ্রাম, পোঃ, থানাা, জেলা, রাজ্য, পিন কোড উল্লেখ করুন।

৫) আবেদনকারীর Applicant ডিটেইলস ও বর্তমান ঠিকানা উল্লেখ করে Save & Next এ ক্লিক করুন।

Applicant Permanent Address

আবেদনকারীর স্থায়ী ঠিকানা উল্লেখ করুন – যদি বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা যদি একই হয়, তাহলে Same Address as থেকে Present Address সিলেক্ট করুন।  আর স্থায়ী ঠিকানা যদি আলাদা হয়, তাহলে Not Same সিলেক্ট করে স্থায়ী ঠিকানা উল্লেখ করুন।

Applicant Other Details

আবেদনকারী ১৮ বছরের নিচে কিংবা শিক্ষার্থী হলে Yes সিলেক্ট করুন, তাহলে Specai Case অপশনটি Not Applicable চলে আসবে।  আর Minor/Student অপশন No করলে স্পেশাল কেস অপশন থেকে No Applicable কিংবা যা হয়ে থাকে – তা সিলেক্ট করুন।

Family Details

Add Row তে ক্লিক করে অভিভাবকের নাম (বাবা/মা/স্বামী) উল্লেখ করে Ok বাটনে ক্লিক করুন।

৬) সবকিছু সঠিক ভাবে উল্লেখ করে Save & Next এ ক্লিক করুন।

Income Details

আবেদনকারীর ইনকাম কিংবা পরিবারের মাসিক ইনকাম উল্লেখ করুন, এরপর কি জন্য ইনকাম সার্টিফিকেট দরকার তা উল্লেখ করে Save এ ক্লিক করুন।

৭) এরপর নিচে থাকা Preview বাটনে ক্লিক করে আবেদনের ডিটেইলস দেখে নিয়ে Submit এ ক্লিক করুন।

৮) পরবর্তী পেজে আবেদনকারীর ডকুমেন্টস আপলোড করুন – Residential Proof (বসবাসের প্রমান পত্র), পাসপোর্ট সাইজের কালার ফটো, ইনকামের প্রমাণ পত্র আপলোড করে I Accept বক্সে টিক মার্ক করে Save বাটনে ক্লিক করুন।

৯) এরপর ফাইনাল Submit এ ক্লিক করলেই, আবেদন হয়ে যাবে। আবেদন হয়ে গেলে Acknowledgement স্লিপ পেয়ে যাবেন। সার্টিফিকেট তাড়াতাড়ি দরকার হলে আবেদনের কপি নিয়ে বিডিও অফিসে যোগাযোগ করুন।

ইনকাম সার্টিফিকেট অনলাইন ডাউনলোড পদ্ধতি – BDO Income Certificate Online Download 2026

১) সর্বপ্রথম eDistrict পোর্টালে আসুন। লগ আউট হয়ে গেলে, লগইন এ ক্লিক করে মোবাইল নম্বর উল্লেখ করে লগইন করুন।

২) এরপর হোম পেজে Dashboard এ ক্লিক করুন। আপনি যতগুলো আবেদন করেছেন, সবগুলো আবেদন দেখতে পারবেন।

৩) আবেদন এপ্রুভ (Approved) হয়ে গেলে Status – Approved লেখা চলে আসবে। এখন Actions এ থাকা Download Certificate এ ক্লিক করুন।

৪) পরবর্তী পেজে File Name ও Action লেখার নিচে থাকা Download এ ক্লিক করে, বিডিও ইনকাম সার্টিফিকেট ডাউনলোড করে নিন।

eDistrict 2.0 Website Link / BDO Income Certificate Online Apply & Download Link:- Click Now

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।