ভবিষ্যৎ ক্রেডিট কার্ড অনলাইন আবেদন পদ্ধতি দেখুন ও কি কি ডকুমেন্টস লাগবে
রাজ্য সরকার রাজ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নতির কথা ভেবে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প চালু করলেন।‘BHABISHYAT CREDIT CARD’ প্রকল্পের জন্য ৩৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য বাজেটে। রাজ্যের বেকার যুবক যুবতীরা শিল্প স্থাপনের জন্য আর্থিক সহায়তা বাবদ সর্বাধিক ৫ লক্ষ টাকা স্বল্প সুদে ঋণ পাবেন bhabishyat credit card প্রকল্পের মাধ্যমে।ঋণের গ্যারান্টার হবে রাজ্য সরকার।এছাড়াও রাজ্য সরকার সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেবে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে।
Bhabishyat Credit Card West Bengal Eligibility / ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আবেদনের শর্তঃ-
১) আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে ও পশ্চিমবঙ্গে কমপক্ষে ১০ বছরের স্থানীয় বাসিন্দা হতে হবে।
২) আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
৩) ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে শিক্ষাগত যোগ্যতা ও পারিবারিক ইনকামের কোনো মাপকাঠি রাখা হয়নি।
Bhabishyat Credit Card West Bengal Online Apply. Bhabishyat Credit Card Form Fill Up
ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে আপনি দুই ভাবে আবেদন করতে পারবেন। প্রথমত আবেদন ফর্ম ফিলাপ করে অফলাইনে কিংবা অনলাইনে।
Bhabishyat Credit Card West Bengal Application Form Download. Bhabishyat Credit Card Application Form Pdf Download West Bengal.
Bhabishyat Credit Card Documents:-
১) আবেদনকারীর বয়সের প্রমাণ পত্র।
২) আবেদনকারীর পাসপোর্ট সাইজের কালার ফটো।
৩) আবেদনকারীর পরিচয়পত্র প্রমান।
৪) আবেদনকারীর বসবাসের প্রমাণপত্র।
৫) প্রকল্পের বিবরণ (যেই ব্যবসার জন্য আবেদন করতে চান)।
ভবিষ্যৎ ক্রেডিট কার্ড অনলাইন আবেদন পদ্ধতি দেখুনঃ-
১) প্রথমত আপনাকে Bhabishyat Credit Card এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর APPLY ONLINE এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে আপনাকে নাম, মোবাইল নাম্বার ও জিমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে লগইন করতে হবে।
৪) লগইন করার পর আপনার সামনে দুটো স্টেপ আসবে।
Step-1:-
আবেদনকারীর পুরো নাম
পিতার / মাতার / অভিভাবকের নাম
আবেদনকারীর জন্ম তারিখ
পুরুষ বা মহিলা
আবেদনকারীর আধার নং
আবেদনকারীর স্বামী বা স্ত্রীর নাম (বিবাহিত হলে)
যোগাযোগের সম্পূর্ণ ঠিকানা ( ফোন নং সহ )
প্রকল্প যেখানে করবেন তার সম্পূর্ণ ঠিকানা ( ফোন নং সহ )
শিক্ষাগত যোগ্যতা
প্রকল্পের নাম
প্রকল্প মূল্য
ব্যাঙ্কের নাম ও ঠিকানা
কর্মসাথী প্রকল্পে আবেদন করেছিলেন ?
Step-2:-
১)বয়সের প্রমাণ পত্র আপলোড করুন।
২) পরিচয় পত্র আপলোড করুন।
৩) প্রোজেক্ট রিপোর্ট আপলোড করুন।
৪) বসবাসের প্রমাণপত্র আপলোড করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে।
Bhabishyat Credit Card Project Report / Bhabishyat Credit Card West Bengal Project Report
১) প্রথমে আপনাকে Bhabishyat Credit Card এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর MODEL SCHEMES/DPR এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে আপনি সমস্ত ব্যবসার Model Scheme/Project রিপোর্ট পেয়ে যাবেন তা ফিলাপ করে প্রিন্ট করুন।
ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে আবেদন করার জন্য আপনি নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা বি.ডি.ও অফিসে অথবা এস.ডি.ও অফিস আবেদন ফর্ম পেয়ে যাবেন ও ফিলাপ করে সেখানে জমা করতে পারবেন অথবা অনলাইনে আবেদন করতে পারবেন।
Bhabishyat Credit Card Online Apply Link:- Click
Bhabishyat Credit Card Helpline Number:- 03322622004