টেক টিপস

Cast Certificate Online Apply: SC/ST/OBC সার্টিফিকেট অনলাইন আবেদন পদ্ধতি ও ডাউনলোড দেখুন!

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট এখন অনলাইন আবেদন শুরু হলো।জাতিগত শংসাপত্র অর্থাৎ SC, ST এবং OBC Certificate কিভাবে অনলাইনে আবেদন করবেন, কি কি নথি লাগবে, তা বিস্তারিত দেখুন আজকের প্রতিবেদনে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC) সার্টিফিকেটের সুবিধা ও কাজ অনেক। রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরিতে সংরক্ষিত প্রার্থীদের জন্য আলাদা করে আসন অর্থাৎ শূন্যপদ সংরক্ষিত থাকে। শুধু তাই নয় স্কুল কিংবা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় সংরক্ষণের সুবিধা পাওয়া যায়, এই সমস্ত সার্টিফিকেট (SC/ST/OBC) থাকলে।

Caste Certificate এখন আপনি Online Apply করতে পারবেন সহজেই বাড়িতে বসে মোবাইল ফোন থেকেই। শুধু তাই নয়, কাস্ট সার্টিফিকেট এপ্রুভ হয়েছে কিনা, সেই তথ্য ও যাচাই করতে পারবেন অনলাইনে। এরপর সার্টিফিকেট Approved হয়ে গেলে আপনি সহজেই অনলাইন থেকে SC/ST/OBC Certificate Download করতে পারবেন।

Caste Certificate Apply Online / OBC Certificate Apply Online / SC Certificate Apply Online West Bengal / ST Certificate Apply Online West Bengal

১) প্রথমে আপনাকে Caste Certificate এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

২) এরপর SC/ST/OBC তে ক্লিক করুন।

৩) এরপর Apply For SC/ST/OBC লেখার উপরে ক্লিক করুন।

৪) পরবর্তী পেজে আপনার সামনে আবেদন ফর্মটি চলে আসবে, তা সঠিকভাবে ফিলাপ করুন ও পাসপোর্ট সাইজের ফটো আপলোড করে ফাইনাল সাবমিট করুন।

৫) আবেদন হয়ে গেলে Application Copy ডাউনলোড করে প্রিন্ট করুন ও সিগনেচার করে সমস্ত নথি সহ বিডিও অফিসে কিংবা গ্রাম পঞ্চায়েত / পৌরসভায় জমা করুন।

Caste Certificate Status Check Online:

১) প্রথমে আপনাকে Cast Certificate এর এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

২) এরপর SC/ST/OBC তে ক্লিক করুন।

৩) পরবর্তী ধাপে Application Check এ ক্লিক করুন।

৪) এরপর আবেদন করার সময় পাওয়া Application No উল্লেখ করে, সার্চে ক্লিক করুন।

৫) এরপর নিচে দেখে নিন আবেদন টর স্থিতি কি রয়েছে, সার্টিফিকেট এপ্রুভ হলে সার্টিফিকেট নাম্বার চলে আসবে। সার্টিফিকেট নাম্বার দিয়ে অনলাইনে কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

Caste Certificate Apply Online Link:- Apply

Caste Certificate Website Link:- Click

Cast Certificate Status Check Link:- Check

Khalek Rahaman

দীর্ঘ আট বছরেরও বেশি সময় ধরে ডিজিটাল মিডিয়ার সঙ্গে নিবিড়ভাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে জার্নালিজমে স্নাতকোত্তর পড়াশোনা করছেন। পাশাপাশি, তুলনামূলক সাহিত্য নিয়ে গবেষণার মাধ্যমে জ্ঞানচর্চা চালিয়ে যাচ্ছেন। রাজ্য ও কেন্দ্র সরকারের চাকরি, স্কলারশিপ এবং বিভিন্ন প্রকল্পের আপডেট পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সর্বদা তৎপর।

Related Articles

Back to top button