Sonam Wangchuk : লাদাখে আলাদা রাজ্যের দাবি ও অশান্তির প্ররোচনায় গ্রেপ্তার আন্দোলনের মুখ পরিবেশকর্মী সোনম ওয়াংচুক

Ealiash Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

লাদাখে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় তিনদিনের মাথায় গ্রেপ্তার হলেন সুপরিচিত গবেষক ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। শুক্রবার দুপুর আড়াইটায় লেহ শহরের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। প্রশাসন জানিয়েছে, তাঁর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলার অভিযোগ এনে গ্রেফতার করা হল তাঁকে। সুপরিচিত সোনম ওয়াংচুককে এত বড় অভিযোগে গ্রেপ্তারের ঘটনা চাঞ্চল্য তৈরি করেছে সমাজ মাধ্যমে তথা লোকমুখে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর যখন লেহ শহরে লোকেরা বিক্ষোভ ও আন্দোলন করে লাদাখকে রাজ্যের মর্যাদা ও সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করার দাবিতে এ সময় সেই এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। অভিযোগ, বিক্ষোভকারীরা বিজেপি কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়, পুলিশের গাড়িতেও আগুন লাগানো হয়। পুলিশ গুলি চালালে চারজন নিহত ও অন্তত ৫০ জনের মতো আহত হন।

কেন্দ্রীয় সরকার তাঁর বিরুদ্ধে মূল অভিযোগ আনেন, তিনি বিভিন্ন জনসভা ও সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় লাদাখের মতো শান্তিপূর্ণ এলাকে অশান্তিতে উসকে দেওয়া । যদিও সোনম ওয়াংচুকের ঘনিষ্ঠ মহল দাবি করছে, তিনি শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষপাতী ছিলেন এবং কোনও সহিংসতার সঙ্গে যুক্ত নন।

এছাড়াও ঘটনার পর লেহ শহরে কড়া কারফিউ জারি করে। এবং ইন্টারনেট পরিষেবাসহ স্কুল-কলেজ ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। কার্গিলে পালিত হয়েছে পূর্ণাঙ্গ ধর্মঘট।

সোনম‌ ওয়াংচুক‌-র গেপ্তারের‌ আগে স্বরাষ্ট্র মন্ত্রক তার সংগঠন “স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অব লাদাখ (সেকমোল)” -এর এফসিআরএ লাইসেন্স বাতিল করেছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন (এফসিআরএ) ভঙ্গ করে সুইডেনের এক সংস্থা থেকে প্রায় ৪ লাখ ৯৩ হাজার টাকার বেশি অনুদান নিয়েছিলেন তিনি। এছাড়া মন্ত্রক আরও দাবি করেন, দেশের সার্বভৌমত্ব নিয়ে কার্যক্রমের জন্য বিদেশি অর্থ গ্রহণ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।

তাহলে এই আন্দোলনের নৌপথ্য কি কিসের‌ দাবিতে দাবিতে এই আন্দোলন

প্রসঙ্গত,২০১৯ সালের আগস্ট মাসে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে এবং লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হলে সেখানে রাজনৈতিক শূন্যতা দেখা দেয়। এবং লাদাখকে পূর্ণ রাজ্য হিসেবে ঘোষণা করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন সুপরিচিত পরিবেশবিদ সোনম ওয়াংচুক।

আন্দোলনকারীদের চার দফা দাবি নিয়েই আন্দোলন:
১. আন্দোলনকারীদের প্রথমদাবি, লাদাখকে রাজ্যের মর্যাদা দিতে হবে
২. লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফশিলে অন্তর্ভুক্ত করতে হবে।যাতে এই অঞ্চলের বাস্তুতন্ত্র (Ecosystem), জমি এবং কাজের অধিকার সুরক্ষিত থাকে।
৩. স্থানীয় বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। (এলাকায় বেকারত্বের হার ২৬.৫ শতাংশ)
৪. লাদাখ ও কার্গিলের জন্য দুটি পৃথক লোকসভা আসন দিতে হবে।

উল্লেখ্য, আমির খানের জনপ্রিয় ছবি থ্রি ইডিয়টস-এর ‘র‍্যাঞ্চো’ চরিত্রটি সোনম ওয়াংচুকের আদলে নির্মিত হয়। সমাজ ও পরিবেশ নিয়ে কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৮ সালে ‘র‍্যামন ম্যাগসেসে’ পুরস্কার পান।

তবে বুধবারের বিক্ষোভ লাদাখের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। গত পাঁচ বছর ধরে যুবকদের হাতে কাজ নেই, সমস্যার সমাধান হয়নি। তিনি জানান, পুরো লাদাখের মানুষ এই দাবির সঙ্গে আছে। তবে ওয়াংচুক যুবকদের প্রতি আহ্বান জানান, হিংসার পথ আমাদের নয়।

এই ঘটনার পর সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিকে দীর্ঘমেয়াদে প্রভাব ও পরিবর্তন করতে পারে বলে মনে করেছে বিশেজ্ঞরা।