CUET-PG 2026 Registration: শুরু হয়েছে CUET-PG-র ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন, আবেদনের সময় ১৪ জানুয়ারি পর্যন্ত

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

দ্বাদশ শ্রেণি পাশ করার পর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি করার স্বপ্ন দেখেন বহু পড়ুয়া। বেশিরভাগের কাছে তা অধরা থেকে যায় তবে এবার সেই স্বপ্ন পূরণের সুযোগ মিলতে পারে যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করে থাকেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ইতিমধ্যেই ২০২৬–২৭ সেশনে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকোত্তর স্তরে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই ভর্তি প্রক্রিয়ার জন্য বাধ্যতামূলক পরীক্ষা হল কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (CUET PG)।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি ( NTA) তথ্য অনুসারে, ১৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন। এই আবেদন প্রক্রিয়া একমাস ধরে চলবে, অর্থাৎ ১৪ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে পড়ুয়ারা।

পরীক্ষা কবে?

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তি পরীক্ষা হবে আগামী বছরের মার্চে। এই পরীক্ষা হবে দেশের ২৯২টি শহর এছাড়া দেশের বাইরে ১৬টি শহরে। পশ্চিমবঙ্গে মধ্যেই থাকছে ১৩টি শহরে পরীক্ষাকেন্দ্র।

কারা আবেদন করতে পারবে

আইন, ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন ভাষা ও সাহিত্যে যেসব পড়ুয়ারা স্নাতক উত্তীর্ণ করেছেন তারা পারবে আবেদন করতে।

পরীক্ষা পদ্ধতি

পড়ুয়াদের কম্পিউটার বেসড পদ্ধতিতে এর পরীক্ষা হবে । এছাড়াও পড়ুয়াদের ৭৫ টি প্রশ্ন ৯০ মিনিটের দিতে হবে।

আবেদন ফি:

জেনারেল ক্যাটাগরি পড়ুয়াদের জন্য ১,৪০০ টাকা, ইডব্লিউএস ও ওবিসিদের ( NCL) জন্য ১,২০০ টাকা এছাড়া এসসি/এসটি/তৃতীয় লিঙ্গের জন্য ১,১০০ টাকা এবং প্রতিবন্ধীদের জন্য ১,০০০ টাকা।

ভারতের বাইরের যেসব পড়ুয়ারা পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় তাদের জন্য ৩,৫০০ টাকা আবেদন ফি দিতে হবে।

আবেদন প্রক্রিয়া:

পড়ুয়ারা অফিসিয়াল ওয়েবসাইট cuet.nta.nic.in-তে CUET PG পরীক্ষার জন্য আবেদন করতে পারেন। আবেদন করার পূর্বে প্রতিটি পড়ুয়াদের অবশ্যই একবার অফিশিয়াল নোটিফিকেশন পড়ে নেওয়া দরকার।

CUET-PG 2026 Notification Download Link:- Download Link

CUET-PG 2026 Registration Online Apply Link: Click Now 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।