অবশেষে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (CUET UG 2025) পরীক্ষার রেজাল্টের দিন ঘনিয়ে এসেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি( NTA) প্রকাশ করল চূড়ান্ত উত্তরপত্র বা ‘ফাইনাল অ্যানসার কি’।
NTA – র অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে ফাইনাল অ্যান্সার কি। NTA এর অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন ফাইনাল উত্তরপত্রের ডাউনলোড লিঙ্ক।
আপনাদের সুবিধার্থে নিচে সরাসরি দেওয়া হয়েছে।
https://cuet.nta.nic.in/
দেশেরে কেন্দ্রীয়, রাজ্য এবং একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তির জন্য এই পরীক্ষা নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এবছর পরীক্ষাটি শুরু হয়েছিল ১৩ মে থেকে ৪ জুন পর্যন্ত, সারা দেশের বিভিন্নস্থানে প্রায় ১৩.৫ লক্ষ পরীক্ষার্থী অংশ নেয় ।
‘ফাইনাল অ্যানসার কি’ প্রকাশ পরপরই প্রকাশিত হয় বিগত বছরের রেজাল্ট, এবারেও হতে পারে CUET UG 2025 এর রেজাল্ট।ওই ‘ফাইনাল অ্যানসার কি’-র ভিত্তিতেই CUET UG প্রার্থীদের চূড়ান্ত নম্বর রেজাল্টে দিবে NTA।