CUET UG Result 2025: প্রকাশিত CUET UG 2025-র রেজাল্ট, কোন কোন প্রশ্নের উত্তর ভুল হয়েছে? দেখে নিন ফাইনাল উত্তরপত্র!

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

অবশেষে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (CUET UG 2025) পরীক্ষার রেজাল্টের দিন ঘনিয়ে এসেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি( NTA) প্রকাশ করল চূড়ান্ত উত্তরপত্র বা ‘ফাইনাল অ্যানসার কি’।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now


NTA – র অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে ফাইনাল অ্যান্সার কি। NTA এর অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন ফাইনাল উত্তরপত্রের ডাউনলোড লিঙ্ক।
আপনাদের সুবিধার্থে নিচে সরাসরি দেওয়া হয়েছে।
https://cuet.nta.nic.in/

দেশেরে কেন্দ্রীয়, রাজ্য এবং একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তির জন্য এই পরীক্ষা নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এবছর পরীক্ষাটি শুরু হয়েছিল ১৩ মে থেকে ৪ জুন পর্যন্ত, সারা দেশের বিভিন্নস্থানে প্রায় ১৩.৫ লক্ষ পরীক্ষার্থী অংশ নেয় ।

‘ফাইনাল অ্যানসার কি’ প্রকাশ পরপরই প্রকাশিত হয় বিগত বছরের রেজাল্ট, এবারেও হতে পারে CUET UG 2025 এর রেজাল্ট।ওই ‘ফাইনাল অ্যানসার কি’-র ভিত্তিতেই CUET UG প্রার্থীদের চূড়ান্ত নম্বর রেজাল্টে দিবে NTA। 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।