ড্রাইভিং লাইসেন্স অনলাইন আবেদন, ডকুমেন্টস ও খরচ কত দেখুন
প্রত্যেক গাড়ি চালকের কাছে একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।না হলে দিতে হবে ফাইন। আজকে আমরা দেখে নিবো যে কিভাবে আপনি অনলাইনে বাড়িতে বসে ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন করতে পারবেন।
ড্রাইভিং লাইসেন্স অনলাইন আবেদন কিভাবে করবেন? ড্রাইভিং লাইসেন্স বানাতে কি কি ডকুমেন্টস লাগবে? ড্রাইভিং লাইসেন্স এ কত টাকা খরচ হয়? কি কি প্রশ্ন আছে ড্রাইভিং পরীক্ষা দেওয়ার সময়।সমস্ত বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো…
ড্রাইভিং লাইসেন্স অনলাইন আবেদন (Driving Licences Online Apply West Bengal) :–
১) প্রথমে আপনি ড্রাইভিং লাইসেন্স এর অফিসিয়াল ওয়েবসাইটে আসুন।
২) এরপর Online Services এ ক্লিক করে Driving License Related Services এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে রাজ্যের নাম(State Name) সিলেক্ট করে এগিয়ে যান।
৪) এরপর আপনার সামনে ড্রাইভিং লাইসেন্স রিলেটিভ বিভিন্ন অপশন চলে আসবে।
৫) ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য প্রথমে আমাদের Apply for Learner Licence এই অপশনে ক্লিক করতে হবে।
৬) এরপর পরবর্তী পেজে RTO Office ও মোবাইল বসিয়ে দিয়ে এগিয়ে যান।
৭) আপনার সামনে এবার ফর্ম ফিলাপ এর পেজ টি চলে আসবে। আপনার নাম,ঠিকানা, মোবাইল নাম্বার ইত্যাদি ভালো করে বসিয়ে দিন। এর পাশাপাশি আপনি কত চাকার জন্য ড্রাইভিং লাইসেন্স বানাতে চান তা সিলেক্ট করে এগিয়ে যান।
৮) এরপর আপনাকে আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে। বয়সের প্রমাণ, ঠিকানার প্রমাণ, নামের প্রমান ইত্যাদি।
৯) সবকিছু হয়ে গেলে শেষে আপনাকে পেমেন্ট করতে হবে, আপনার লাইসেন্স অনুয়ায়ী আপনার খরচ এর দাম সেখানেই আপনি দেখতে পারবেন।
১০) সবকিছু শেষ হয়ে গেলে এরপর আপনাকে পরীক্ষা দেওয়ার জন্য Slot Book করতে হবে। এরজন্য ওয়েবসাইটে এসে Appointments অপশনে ক্লিক করুন,তারপর LL Test Slot Booking এ ক্লিক করে Application Number Date Of Birth বসিয়ে দিয়ে সাবমিট করে,কোন তারিখ আপনার ফাঁকা রয়েছে তা সিলেক্ট করুন। ওই দিন নিকটবর্তী RTO Office এ যেতে হবে LL Text দেওয়ার জন্য।
Learner Licence Questions Answers Pdf West Bengal Bengali:-
Learner Licence এ কিরকম প্রশ্ন আসে ও কিভাবে ডাউনলোড করবেন দেখুন…
১) প্রথমে https://parivahan.gov.in/ এই ওয়েবসাইটে আসুন।
২) এরপর Learner Licence অপশনে ক্লিক করুন।
৩) Sample Question For LL Test এই অপশনে ক্লিক করে রাজ্যের নাম ও প্রশ্নের ভাষা সিলেক্ট করে সাবমিট করতেই প্রশ্ন পত্র ডাউনলোড হয়ে যাবে। এই সব প্রশ্ন পারলেই পাশ করতে পারবেন।
ড্রাইভিং লাইসেন্স বানাতে কি কি ডকুমেন্টস লাগবেঃ-
1) বয়সের প্রমান(Age Proof)-আধার কার্ড,ভোটার কার্ড, প্যান কার্ড,স্কুল সার্টিফিকেট, মাধ্যমিক এডমিট কার্ড, জন্মের সার্টিফিকেট,পাসপোর্ট ইত্যাদি।
2) বর্তমান বসবাসের ঠিকানার প্রমাণ(Address Proof-Present)-আধার কার্ড,ভোটার কার্ড, প্যান কার্ড,স্কুল সার্টিফিকেট, মাধ্যমিক এডমিট কার্ড, জন্মের সার্টিফিকেট,পাসপোর্ট ইত্যাদি।
ড্রাইভিং লাইসেন্স ওয়েবসাইট লিংকঃ-
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক