টেক টিপস

ড্রাইভিং লাইসেন্স অনলাইন আবেদন কিভাবে করবেন দেখুন

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

আপনার কাছে যদি বাইক কিংবা গাড়ি থাকে,কিন্তু ড্রাইভিং লাইসেন্স না থাকে। তাহলে যেকোনো সময় আপনাকে ট্রাফিক পুলিশ ধরে ফাইন দিয়ে দিবে। কিভাবে মোবাইল দিয়ে ড্রাইভিং লাইসেন্স এর জন্য অনলাইন আবেদন করতে পারবেন। তা আজকের প্রতিবেদনে আমরা দেখে নিচ্ছি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ড্রাইভিং লাইসেন্স অনলাইনে কিভাবে আবেদন করবেন? Driving Licence Online Apply West Bengal:-

১) প্রথমে আপনাকে https://parivahan.gov.in এই ওয়েবসাইটে আসতে হবে।


২) এরপর Apply For Driving Licence Option এ ক্লিক করুন।
৩) এরপর Learner Licences Number ও Date Of Birth বসিয়ে সাবমিট করুন।
৪) পরবর্তী পেজে শুধুমাত্র নিচে এসে আপনি কোন গাড়ির লাইসেন্স এর জন্য আবেদন করেছেন, তা সিলেক্ট করে সাবমিট এ ক্লিক করুন।
৫) পরবর্তী পেজ থেকে Acknowledgement Slip টি ডাউনলোড করে নিন।
৬) এরপর আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। একটি Address Proof আর অপরটি Learner Licences টি।
৭) এরপর পেমেন্ট করতে হবে। অনলাইনে পেমেন্ট করলেই কাজ শেষ।


৮) এখন আপনাকে Slot Book করতে হবে। কোন তারিখে আপনি ড্রাইভিং টেস্ট দিতে চান RTO Office এ গিয়ে তা সিলেক্ট করুন।
৯) আপনি হোম পেজে Appointment Option থেকেও DL Slot Book থেকে Slot Book করতে পারবেন।

Driving Licence Website Link:- Apply

Driving Licence Online Apply Video:- দেখুন 

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- ক্লিক

Related Articles

Back to top button