টেক টিপস

ড্রাইভিং লাইসেন্স অনলাইন আবেদন, বাড়িতে বসেই পরীক্ষা দিন

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

ড্রাইভিং লাইসেন্স অনলাইন আবেদন নতুন নিয়ম চালু হলো। আগে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিতে RTO Office এ যেতে হতো। এখন আপনাকে ড্রাইভিং পরীক্ষা দিতে আর RTO Office এ যেতে হবে না। আপনি বাড়িতে বসেই ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন করতে পারবেন ও বাড়িতে বসেই পরীক্ষা দিতে পারবেন। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো…

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Driving Licence Online Apply West Bengal Without Visit RTO Office:-

১) প্রথমে আপনাকে mparivahan এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Driving Licence Releted Service এ ক্লিক করে এগিয়ে যান।
৩) আপনি যে রাজ্যে বসবাস করেন তা সিলেক্ট করুন।
৪) এরপর আপনার সামনে Dashboard চলে আসবে।
৫) ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য প্রথমে Learner Licences এর জন্য আবেদন করতে হয়। তাই ওই অপশনে ক্লিক করুন।


৬) এরপর আপনার সামনে ২টো অপশন চলে আসবে। এক RTO Office Visit আর অপরটি RTO Office Visit করতে হবে না। RTO Office না গিয়ে লার্নার লাইসেন্স বানানোর জন্য অবশ্যই আধার কার্ড এ মোবাইল নাম্বার লিংক থাকতে হবে।
৭) এরপর Submit Via Aadhaar Authentication এ ক্লিক করুন।
৮) নিচে আধার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে Get Otp তে ক্লিক করতেই মোবাইলে একটি ওটিপি আসবে তা বসিয়ে দিয়ে সাবমিট করে এগিয়ে যান।
৯) পরবর্তী পেজে আধার কার্ড এর ফটো, নাম,ঠিকানা,বয়স ইত্যাদি সবকিছু অটোমেটিক Add হয়ে যাবে। এরপর Next করে এগিয়ে যান।


১০) পরবর্তী পেজে আপনার RTO Office সিলেক্ট করুন। কোন গাড়ির লাইসেন্স বানাবেন তা সিলেক্ট করুন ও এগিয়ে যান।
১১) এরপর ডকুমেন্টস আপলোড করুন, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, Passport, Bank Passbook ইত্যাদি অনেক লিস্ট রয়েছে ডকুমেন্টস এর যেকোনো একটি আপলোড করলেই হয়ে যাবে। 500KB এর মধ্যে JPEG/JPG/PDF আকারে।
১২) এরপর আপনাকে পেমেন্ট করতে হবে। কোন লাইসেন্স এর জন্য কত টাকা তা আপনি সেখানেই দেখতে পারবেন। পেমেন্ট করার পর সেখান থেকে LL Slot Book এ ক্লিক করে Appointment নিতে হবে।কবে পরীক্ষা দিবেন।


১৩) এরপর Watching Road Safety Tutorial এ ক্লিক করে পরীক্ষা দিতে পারবেন বাড়িতে বসে।
১৪) এরপর পরীক্ষায় পাশ করলে LL Licence d.Download করে নিতে পারবেন। এরপর ৩০ দিন পর ড্রাইভিং লাইসেন্স অপশন থেকে Driving Licence আবেদন করতে পারবেন।
mParivahan Official Website Link:-  Click

ভিডিও এর মাধ্যমে জানতে এখানে ক্লিক করুনঃ- দেখুন ভিডিওটি

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক

Related Articles

Back to top button