গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভা ওয়ার্ড স্তরে আয়োজিত আউটরিচ ক্যাম্পের মাধ্যমে জনগণের দোরগোড়ায় রাজ্য সরকারের সুনির্দিষ্ট স্কিম পৌঁছে দেওয়ার জন্য দুয়ারে সরকার রাজ্য সরকারের একটি উদ্যোগ, যা 30 দিনের মধ্যে বিস্তৃত।
আপনি যদি দুয়ারে সরকার ক্যাম্পে কোনো প্রকল্প / ভাতায় / স্কলারশিপ ইত্যাদি তে আবেদন করে থাকেন। তাহলে এখন বাড়িতে বসেই মোবাইল ফোন দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন।
আপনার আবেদন এপ্রুভ হয়েছে নাকি পেন্ডিং এ রয়েছে নাকি রিজেক্ট হয়েছে এখন আপনি মোবাইল ফোন দিয়েই তা চোক করতে পারবেন।
Duare Sarkar Application Status Check Online:–
১) প্রথমে আপনাকে দুয়ারে সরকার এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Check Your Application Status এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে 1 লেখাতে ক্লিক করুন।
৪) এরপর পরবর্তী পেজে মোবাইল নাম্বার ও কোন প্রকল্পের স্ট্যাটাস চেক করতে চান তা বসিয়ে দিয়ে সাবমিট করুন।
৫) এরপর আপনার সামনে স্ট্যাটাস চলে আসবে আপনার প্রকল্পের তা এপ্রুভ নাকি বাতিল নাকি পেন্ডিং
Official Website Link:- Click
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক