প্রকল্প

Duare Sarkar Camp List 2025: দুয়ারে সরকার কবে থেকে শুরু দেখুন তারিখ ও কি কি সুবিধা পাবেন – বিজ্ঞপ্তি প্রকাশিত হলো আজকে।

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

রাজ্যে আবারও শুরু হতে যাচ্ছে নতুন বছরের জানুয়ারি মাসেই দুয়ারে সরকার ক্যাম্প। কতদিন পর্যন্ত চলবে এই দুয়ারে সরকার ক্যাম্প ও কি কি পরিষেবা মিলবে এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে, তা নোটিশ আকারে জানিয়ে দিলো পশ্চিমবঙ্গ সরকার।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আগামী ২৪শে জানুয়ারি থেকে রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। আর তা চলবে ১লা ফেব্রুয়ারী ২০২৫ তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্প থেকে রাজ্যের মানুষেরা বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে পারবেন ফ্রীতে।

পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় একটি উদ্যোগ ‘দুয়ারে সরকার’ ক্যাম্প। এই ক্যাম্পের মাধ্যমে জনসাধারণকে বিভিন্ন ধরনের সরকারি সেবা প্রদান করা হচ্ছে। দুয়ারে সরকার ক্যাম্পগুলির মাধ্যমে মানুষের দোরগোড়ায় গিয়ে সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করা হচ্ছে।

কোন কোন সেবা পাওয়া যাচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পে?

দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন দপ্তরের বিভিন্ন ধরনের সেবা পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, স্বাস্থ্য সাথী কার্ডের আবেদন, প্রতিবন্ধী শংসাপত্র, রেশন কার্ডের আবেদন – সংশোধন – স্থানান্তর, লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, মানবিক, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, কৃষক বন্ধু, কৃষি জমির মিউটেশন, কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক সহায়তা, মৎস্যজীবী, ক্রেডিট কার্ড, শিল্পী/তাঁতি নিবন্ধন, পাট্টা জমির আবেদন ইত্যাদি এরকম ৩৭ টি প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যবাসী।

দুয়ারে সরকার প্রকল্পটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই ক্যাম্প মানুষের জীবনের অনেক সমস্যা সহজ করে দিয়েছে। আগে মানুষকে সরকারি কাজের জন্য অনেক দূরে যেতে হতো, অনেক সময় নষ্ট হতো। কিন্তু এখন সরকার নিজেই মানুষের কাছে এসে সেবা দিচ্ছে। বাড়ির কাছেই সব কাজ হয়ে যাচ্ছে। এর ফলে মানুষের সময় বাঁচছে, আর দুর্নীতিও কমছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুয়ারে সরকার ক্যাম্প আগামী ২৪শে জানুয়ারি থেকে ১লা ফেব্রুয়ারী পর্যন্ত চলবে। আর ২৮শে ফেব্রুয়ারী ২০২৫ এর মধ্যে আবেদন সমস্ত কিছু খতিয়ে দেখে যোগ্য উপভোক্তাদের পরিষেবা পৌঁছে দিতে হবে।

দুয়ারে সরকার ক্যাম্প কবে কোথায় বসবে দেখুন অনলাইনে এইভাবেঃ-

১) প্রথমে আপনাকে দুয়ারে সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর অফিসিয়াল পোর্টালে থাকা Find Your Camp এ ক্লিক করুন।
৩) এরপর পরবর্তী পেজে আপনার জেলার নাম, ব্লকের নাম,ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েত উল্লেখ করুন।
৪) নিচে লিস্ট চলে আসবে কবে কোথায় দুয়ারে সরকার বসতে চলছে।

Duare Sarkar Camp List 2025 Online Check:- Click

Ealiash Rahaman

বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।

Related Articles

Back to top button