Voter SIR – BLO App New Update: ভোটার তালিকায় নকল/ডুপ্লিকেট নাম শনাক্তে বিএলও অ্যাপে বড় পরিবর্তন

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আজ থেকে যুক্ত হচ্ছে “ডুপ্লিকেট ইলেকটর ভেরিফিকেশন” অপশন। ভোটার তালিকায় নকল বা ডুপ্লিকেট নাম শনাক্ত করতে এবার আরও কঠোর পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গেছে, আজ থেকেই বিএলও অ্যাপে যুক্ত করা হচ্ছে একটি নতুন বিভাগ — “Duplicate Elector Verification”। এই নতুন অপশনের মাধ্যমে একই ব্যক্তির একাধিক ভোটার পরিচয়পত্র বা একই নামে একাধিক নাম থাকলে তা এখন সহজেই ধরা পড়বে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

গত নভেম্বর মাসের ৪ তারিখ থেকে শুরু হয়েছে রাজ্যে ভোটার এসআইআর এর গণনা ফর্ম পূরণের কাজ। প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি BLO এই ফরম পৌঁছে দিয়েছেন ও পূরণ করা ফর্ম সংগ্রহ করে BLO App এ সাবমিট করছেন। অফলাইনের পাশাপাশি ভোটাররা তাদের এনুমেরেশন ফর্ম অনলাইন এর মাধ্যমেও জমা দিতে পারবেন। ভোটার লিস্টে নাম তোলার জন্য প্রত্যেক ভোটারকে ১১ই ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে ফর্ম জমা করতে হবে। এরপর খসড়া ভোটার তালিকা ১৬ই ডিসেম্বর প্রকাশ হবে ও ফাইনাল ভোটার লিস্ট ১৪ই ফেব্রুয়ারী ২০২৬ এ প্রকাশিত হবে।

নতুন ফিচার কীভাবে কাজ করবে?

নতুন অপশন সক্রিয় হওয়ার পর, যদি কোনও ভোটারকে অ্যাপে ডুপ্লিকেট হিসেবে চিহ্নিত করা হয়, তাহলে—

  • সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার (BLO) সরাসরি বাড়িতে গিয়ে তথ্য যাচাই করবেন।
  • ভোটার নিশ্চিত করলে যে তাঁর নামে একাধিক ভোটার কার্ড রয়েছে, তাহলে তাঁকে একটি ঘোষণাপত্র (Body Declaration) BLO-র কাছে জমা দিতে হবে।
  • এর পাশাপাশি, পুরনো EPIC কার্ড ও বর্তমান EPIC কার্ডের জেরক্স কপি জমা দিতে হবে।

ডুপ্লিকেট EPIC থাকলে ভোটারকে যা করতে হবে –

  • BLO বাড়িতে এলে সঠিক তথ্য দিন
  • পুরনো ও নতুন—দুটো EPIC কার্ডের কপি দিন
    BLO-কে নির্দিষ্ট ঘোষণাপত্রে স্বাক্ষর করে জমা দিন

কেন এই পরিবর্তন গুরুত্বপূর্ণ?

  • ভোটার তালিকা আরও স্বচ্ছ ও নির্ভুল হবে।
  • জাল ভোটার রোধ করা সহজ হবে।
  • একই ব্যক্তির একাধিক EPIC ব্যবহারের ঝুঁকি কমবে।

নির্বাচন কমিশনের এই নতুন পদক্ষেপে ভোটার তালিকা আরও স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর হবে বলে মনে করা হচ্ছে।

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।